খুব সাধারণ ও সহজ অপশন নিয়ে দারুণ জনপ্রিয় একটি সোশাল মিডিয়া ইন্সটাগ্রাম। তবে এতে বেশ কিছু অপশনের মজার কিছু ব্যবহার থেকে বঞ্চিত হচ্ছেন অনেকে। এখানে জেনে নিন কিছু অপশনের কথা যা আপনি নাও জানতে পারেন।
১. ফটো ফিল্টার ব্যবহার না করতে চাইলে তা হাইড করে দিতে পারেন। একটি ফটো খুলে নিন। এটি এডিটের জন্যে প্রস্তুত হবে। অপশনের শেষে গিয়ে দেখুন ‘ম্যানেজ’ রয়েছে। ফিল্টারে সহজেই টিক মার্ক দিতে পারবেন বা টিক তুলে দিতে পারবেন। টিক তুলে দিলেই ফিল্টার হারিয়ে যাবে।
২. অন্যরা কোনো ফটোতে ট্যাগ করেছে এবং আপনি ছবিটি পছন্দ করেননি। এমন হলে ‘ফটোস অব ইউ’ অপশনে চলে যান। ছবিটি সিলেক্ট করুন এবং ছবির ওপরে একবার ক্লিক করে ট্যাগ বের করুন। আপনার নামে ক্লিক করুন এবং ‘হাইড মাই প্রোফাইল’ সিলেক্ট করুন। এরপর ‘ফিনিশড’ ক্লিক করুন।
৩. আপনার বন্ধুরা কি কি লাইক করছেন তা দেখতে পারবেন। ইন্সটাগ্রামে বিল্ট-ইন ফিচার রয়েছে যা ‘অ্যাকটিভিটি’ ট্যাবে অবস্থান করছে। ‘অ্যাক্টিভিটি’তে চলে যান এবং ‘ফলোইং’ ট্যাব-এর বামে স্ক্রল করুন।
৪. অতীতে কোন কোন ছবিতে লাইক দিয়েছেন তা সব দেখতে পারেন। ইন্সটাগ্রামে ‘ফটোস ইউ হ্যাভ লাইকড’ অপশন দিয়েছে। কিন্তু তা সেটিংস-এর মাঝে হারিয়ে গেছে। প্রোফাইল পেজে ডান পাশে সবার ওপর থেকে কাঙ্ক্ষিত ‘ফটোস ইউ হ্যাভ লাইকড’ অপশনে যেতে পারবেন।
৫. আপনার পছন্দের কোনো অ্যাকাউন্ট থেকে নতুন একটি ছবি প্রকাশ করা হলে আপনি তার নোটিফিকেশন পাবেন। প্রোফাইলের ডানে উপরে তিনটি ডট চিহ্ন বাটনে ক্লিক করুন। সেখানে গিয়ে ‘টার্ন অন পোস্ট নোটিফিকেশনস’ সিলেক্ট করুন।
৬. অনেকেই ইন্সটাগ্রাম থেকে সরাসরি ব্যক্তিগত মেসেজ পাঠানোর বিষয়টি ভুলে যান। এতে সরাসরি ঢোকার ব্যবস্থা আসলে কারো নজরে আসেনি। এ জন্যে স্রেফ ইনবক্স আইকনে ক্লিক করুন এবং মেসেজ পাঠান।
৭. একটি ফটো বন্ধুদের কাছে ফরওয়ার্ড করতে পারবেন। এ জন্যে ‘লাইক’ ও ‘কমেন্ট’ বাটনের পাশের ‘তীর চিহ্ন’ বাটনে ক্লিক করুন। সেখানে রিসিপেন্ট সিলেক্ট করুন, একটি মেসেজ টাইপ করুন এবং সেন্ড করুন।