পবিত্র হজব্রত পালন শেষে হাজীদের নিয়ে আজ সোমবার থেকে বাংলাদেশ বিমানের ফিরতি হজ ফ্লাইট শুরু হচ্ছে। সৌদি আরব থেকে হাজীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স’র প্রথম ফ্লাইটটি আজ সোমবার সকাল ৯টা ২০ মিনিটে ঢাকায় হযরত শাহজালাল (র:) আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করবে বলে বাংলাদেশ বিমানের মুখপাত্র গণমাধ্যমকে জানিয়েছেন। প্রসঙ্গত বিমান বাংলাদেশ এয়ালাইন্স ১৬ আগস্ট থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত ঢাকা-জেদ্দার মধ্যে সরাসরি ১৫২টি ফ্লাইট পরিচালনার মাধ্যমে ৫৪ হাজার ৮৪৫ জন হজযাত্রী বহন করে।
১ লাখ ৭ হাজার ২৯০ জন হজযাত্রীর মধ্যে জাতীয় পতাকাবাহী বাংলাদেশ বিমান ঢাকা-জেদ্দার মধ্যে ১৪০টি ফিরতি ফ্লাইট পরিচালনা করে ৫৪ হাজার ৮৪৫ জন হজযাত্রী বহন করবে। এরমধ্যে নির্ধারিত ৩১টি ফ্লাইটসহ ১০৯টি বিশেষ ফ্লাইট রয়েছে। বাকি হজযাত্রীরা সৌদি এয়ারলাইন্স’র ফ্লাইটে দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে। হাজীদের নিয়ে বিমানের ফ্লাইট আগামী ২৮ আক্টোবর পর্যন্ত অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।