আজ দেখা যাবে সুপার মুন!

আজ দেখা যাবে সুপার মুন!

আজ ২৮ সেপ্টেম্বর, সোমবার আকারে বেশ খানিকটা বড় ও উজ্জ্বল হয়ে রাতের আকাশে ধরা asduiasdlasদেবে ‘সুপারমুন’। স্বাভাবিক ভাবেই এ দৃশ্য দেখতে উচ্ছ্বসিত আকাশপ্রেমীরা। পূর্ণিমা এবং পৃথিবীর কাছে চাঁদের চলে আসা এই ২ ঘটনার সংযোগেই দেখা মেলে বিরল মহাজাগতিক দৃশ্যটির। আজ বাংলাদেশ সময় ভোর ৬টা ৭ মিনিটে গ্রহণ শুরু হবে। শেষ হবে সকাল ৯টা ২৭ মিনিটে। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ শুধুমাত্র উত্তর ও দক্ষিণ আমেরিকা, ইউরোপ, আফ্রিকা ও পশ্চিম এশিয়া (আফগানিস্তান-পাকিস্তান থেকে আংশিক) দেখতে পাওয়া যাবে। সুপারমুন নয়, পশ্চিমের দেশগুলি দেখতে পাবে ‘সুপার ব্লাড মুন’। বড় উজ্জ্বল গোল চাঁদ রক্তাভ বর্ণ ধারণ করবে।
বিজ্ঞানীরা জানালেন পূর্ণগ্রাস গ্রহণের জন্যই এমনটা ঘটবে। গ্রহণের সময় পৃথিবীর ছায়াকোণে ঢুকে পড়ে চাঁদ। এদিকে, পৃথিবীর বায়ুম-লে থাকা ধুলোকণার উপর এসে পড়ে সূর্যের সাদা আলোর ৭টি রং। এর মধ্যে লাল আলো সব চেয়ে কম বিচ্ছুরিত হয়। অন্যান্য রং বিক্ষিপ্ত হয়ে ছড়িয়ে পড়ে। লাল আলো যে হেতু কম ছড়ায়, তাই সেই আলোটিই উজ্জ্বল হয়ে দেখা দেয়।
ওই লাল আভা প্রতিসরিত হয়ে একটু বেঁকে গিয়ে পড়ে চাঁদের মাটিতে। ফলে পৃথিবীর উপগ্রহটিকে পুরো অন্ধকার না দেখিয়ে রক্তাভ বর্ণের দেখায়। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার বিজ্ঞানী সারা নোবেলের কথায়, ‘যে কারণে সূর্যাস্ত ও সূর্যোদয়ের সময় আকাশে লাল আভা দেখতে পাওয়া যায়, এ ক্ষেত্রেও তা-ই ঘটবে।’
প্রসঙ্গত এমন ঘটনা, অর্থাৎ সুপারমুন ও পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ একসঙ্গে ঘটেছিল সেই ৩৩ বছর আগে ১৯৮২ সালের ৩০ ডিসেম্বর। এর পরে দেখা যাবে ২০৩৩ সালের ৮ অক্টোবর।

Featured বাংলাদেশ