আফগানিস্তানের পাকতিকা প্রদেশে একটি ক্রিকেট ম্যাচ চলাকালে আত্মঘাতী গাড়িবোমা হামলায় অন্তত ৯ জন নিহত হয়েছেন। পাকিস্তান সীমান্ত সংলগ্ন প্রদেশটিতে গতকাল রবিবার চালানো এই হামলায় আরও ৫০ জনের বেশি মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছেন আফগান কর্মকর্তারা।
স্থানীয় কর্তৃপক্ষ প্রাথমিকভাবে ফুটবল খেলা চলাকালে আত্মঘাতী হামলা হওয়ার কথা জানালেও পরে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে ক্রিকেট ম্যাচের কথা বলা হয়েছে।
কর্মকর্তারা জানিয়েছেন, সম্ভবত ম্যাচটি দেখতে উপস্থিত স্থানীয় সরকারের সদস্যদের লক্ষ্য করেই হামলাটি চালানো হয়েছে।
হামলার দায় অস্বীকার করেছে আফগান তালেবান। যে হামলাগুলোতে বেসামরিক মানুষ বেশি হতাহত হয়, সাধারণত সে হামলাগুলোর দায়িত্ব স্বীকার করে না তালেবান। গত বছর একটি ভবিবল ম্যাচ চলাকালে একই কায়দায় চালানো এক আত্মঘাতী হামলায় অন্তত ৫০ জন নিহত হয়েছিলেন। গত বছর আফগানিস্তান থেকে বিদেশি সেনাদের প্রত্যাহার করে নেওয়ার পর থেকে তালেবান বিদ্রোহীদের সঙ্গে লড়াই করে আসছে দেশটির নিরাপত্তা বাহিনীগুলো।