শরণার্থী ক্যাম্পে ইন্টারনেট, সাহায্য করবে ফেসবুক

শরণার্থী ক্যাম্পে ইন্টারনেট, সাহায্য করবে ফেসবুক

ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ ঘোষণা করেছেন শরণার্থী ক্যাম্পগুলোতে ইন্টারনেট সেবা audaldasদিতে তিনি সাহায্য করবেন।
নিউইয়র্কে জাতিসংঘের একটি ফোরামে জুকারবার্গ বলেন, এটা শরণার্থীদের নানা সাহায্য পাওয়া এবং পরিবারের সাথে যোগাযোগ রাখতে সুবিধা হবে।
তিনি আরও বলেছেন, ‘ফেসবুক একটি নতুন প্রচারণার অংশ হবে যেটা হবে আগামী পাঁচ বছরের মধ্যে বিশ্বের সবার কাছে ইন্টারনেট সেবা পৌঁছে দেয়া।’
‘ইন্টারনেট এমন একটি সেবা জাতিসংঘের উন্নয়ন লক্ষ্যমাত্রা রয়েছে পূরণে সহায়তা করবে একই সাথে মানুষকে দারিদ্রমুক্ত করবে’ বলে মন্তব্য করেন তিনি।
‘কানেক্টিভিটি ডিক্লেরাশন’ নামে ঐ প্রচারণায় স্বাক্ষর করেছেন বড় বড় তারকারা।
তাদের মধ্যে রয়েছেন রকস্টার বনো, অভিনেত্রী শার্লিজ থেরন। এছাড়া বিল গেটস, রিচার্ড ব্রানসন ও উইকিপিডিয়ারসহ প্রতিষ্ঠাতা জিমি ওযয়েলস রয়েছেন।
বিশ্বে বর্তমানে ৩০০ কোটি মানুষের ইন্টারনেট অ্যাক্সেস রয়েছে। এই প্রচারণাটা বলছে তারা ইন্টারনেট সংযোগ ৪০০ কোটি মানুষের কাছে ০িয়ে যেতে চায়। সূত্র : বিবিসি বাংলা

Featured আন্তর্জাতিক