ব্র্যাক ব্যাংক লিমিটেড এবং ন্যাশনাল এগ্রিকেয়ার ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট লিমিটেড সম্প্রতি ঢাকায় একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। ব্র্যাক ব্যাংক লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মামদুদুর রশীদ এবং ন্যাশনাল এগ্রিকেয়ার ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কেএসএম মোস্তাফিজুর রহমান চুক্তিতে স্বাক্ষর করেন।
এই চুক্তির আওতায় কৃষি সামগ্রী ক্রয়ের জন্য ন্যাশনাল এগ্রিকেয়ার ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্টের পরিবেশকদের ঋণ প্রদান করবে ব্র্যাক ব্যাংক।
উল্লেখ্য, ব্র্যাক ব্যাংক দেশের অন্যতম দ্রæত বর্ধনশীল একটি ব্যাংক। বর্তমানে ১৫১টি শাখা, ৩০৪টি এটিএম বুথ, ৪০০টি এসএমই ইউনিট অফিস এবং ৮ হাজার জনেরও বেশি জনবল নিয়ে ব্যাংকটির নেটওয়ার্ক বিস্তৃত রয়েছে। ব্র্যাক ব্যাংক এখন আর্থিক খাতের সব ধরনের সেবাই প্রদান করে থাকে।
বর্তমানে এ ব্যাংকের ১.২ মিলিয়ন বা ১২ লাখেরও বেশি গ্রাহক রয়েছে। বাংলাদেশে মাত্র ১০ বছরের কার্যক্রমের মাধ্যমে ব্র্যাক ব্যাংক দেশের সর্ববৃহৎ এসএমই অর্থায়নকারী প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত করেছে। ব্র্যাক ব্যাংক এখন রিটেইল, করপোরেট, এসএমই, প্রবাসীসহ ব্যাংকিং-এর অন্যান্য ক্ষেত্রে সেবা কার্যক্রম অব্যাহত রেখে চলেছে।
২০১০ সালে ব্র্যাক ব্যাংক ফিন্যান্সিয়াল টাইম্স ও আইএফসির ঘোষণায় এশিয়ার বিকাশমান বাজারগুলোর মধ্যে সবচেয়ে টেকসই ব্যাংক হিসেবে স্বীকৃতি পেয়েছে। ব্র্যাক ব্যাংক হচ্ছে বাংলাদেশের প্রথম ব্যাংক যেটি বিশ্বের সবচেয়ে টেকসই ব্যাংকগুলোর একটি আন্তর্জাতিক নেটওয়ার্ক বা জোট দ্য গ্লোবাল অ্যালায়েন্স ফর ব্যাংকিং অন ভ্যালুজ’র (জিএবিভি) অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য।