আগামী ৯ অক্টোবর চট্রগ্রামে শুরু হওয়ার কথা ছিল প্রথম টেস্ট। ১৭ অক্টোবর ঢাকায় চূড়ান্ত টেস্ট। তার আগে ৩ অক্টোবর বিসিবি একাদশের বিপক্ষে ফতুল্লায় ৩ দিনের ম্যাচ। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে আগের সিডিউলের পরিবর্তন হবে বলে জানা গেছে বিসিবি সূত্র থেকে।
অস্ট্রেলিয়ার সফর সূচী একটু পিছিয়ে যেতে পারে। এবং চট্রগ্রাম টেস্টের ভেন্যু চলে আসতে পারে ঢাকাতে। মানে ঢাকাতেই হওয়ার সম্ভাবনা ২ টেস্ট।
এর আগে ভারতীয় দলও চট্রগ্রামে খেলতে অনিচ্ছা প্রকাশ করেছে। অস্ট্রেলিয়ার মনোভাবও তাই। পরিবর্তিত পরিস্থিতিতে বিসিবিও চাইছে ঢাকাতে ম্যাচ ২টি আয়োজন করতে। তবে ফতুল্লায় ৩ দিনের ম্যাচটি যথারীতি হওয়ার সম্ভাবনা।
২ ম্যাচের টেস্ট সিরিজ খেরার জন্য সোমবার ঢাকায় আসার কথা ছিল অস্ট্রেলিয়া ক্রিকেট দলের। কিন্তু নিরাপত্তার কারণ দেখিয়ে সফর বিলম্বিত করে ক্রিকেট অস্ট্রেলিয়া।
বর্তমানে বাংলাদেশ সফর করছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নিরাপত্তা কর্মকর্তা শন ক্যারল। গতকাল তিনি বিভিন্ন গোয়েন্দা সংস্থার সঙ্গে নিরাপত্তা ইস্যু নিয়ে কথা বলেন। আজ আলোচনায় বসবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে। এরপরই আসল চিত্রটা পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে।