মিনায় নিহত হাজিদের মধ্যে আরও ৪ বাংলাদেশির সন্ধ্যান মিলেছে। এই ৪জন শরিয়তপুর, দিনাজপুর এবং ব্রাহ্মণবাড়িয়ার বাসিন্দা বলে জানা গেছে। এদের মধ্যে শরিয়তপুরেরই ২জন হাজি দম্পতি, আব্দুর রাজ্জাক আকন্দ (৬৫) এবং তার স্ত্রী হাসিনা আক্তার। তাদের বড় ছেলে রুবাইয়াত আকবারের কাছ থেকে তার বাবা-মায়ের নিহত হওয়ার বিষয়টি জানা গেছে। এদিকে ব্রাহ্মণবাড়িয়ার নিহত হাজি কসবা উপজেলার গোলাম মোস্তফা (৬০)। তার ছেলে মো. ইয়াসিন তার পিতার মৃত্যুর খবর জানিয়েছেন।
দিনাজপুরের নিহত হাজির নাম কুরমত আলী (৭০)। তিনি সেতাবগঞ্জ উপজেলার ছাতৈল গ্রামে বাস করতেন। তার ছেলে কামাল হোসেন তার বাবার মৃত্যুর খবর জানিয়েছেন। এখন পর্যন্ত সৌদি সরকার কোন হিসাব না দিলেও পারিবারিক সূত্রে এ নিয়ে মোট ৮ জন বাংলাদেশি নিহত হওয়ার খবর পাওয়া গেল।