গত শুক্রবার রাতে রাজধানীর পল্টন থেকে বসুন্ধরায় আসার পথে এক সিএনজি চালক আরেক চালককের উদ্দেশে বলেন ‘ওস্তাদ গ্যাস লইবেন না? রাত ১২টা থেকে কাল রাত ১২টা পর্যন্ত কিন্তু সিএনজি স্টেশন বন্ধ থাকবো’।
চালকের প্রত্যুত্তর- ‘দেখি সামনে। ফাঁকা পাইলে লমুনে’।
গতকাল রাত পৌনে ১২টার দিকে তেজগাঁও, মহাখালী, কুড়িল বিশ্বরোডের পাশে সিএনজি স্টেশনগুলো যানবাহনে ভরপুর ছিল। বিশেষ করে প্রাইভেটকার ও অটোরিকশায় ভর্তি প্রতিটি স্টেশন। গাড়িতে গ্যাস নিচ্ছে সব গাড়ি। অবশ্য কিছু গাড়িকে পেট্রোল-ডিজেলও নিতে দেখা যায়।
গতকাল শুক্রবার দিনগত রাত ১২টা থেকে আগামী ২৪ ঘণ্টার জন্য সারাদেশের ৫৭০টি সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস দেওয়া বন্ধ রয়েছে।
নিয়মিত রক্ষণাবেক্ষণের অংশ হিসেবে গতকাল শুক্রবার রাত ১২টা থেকে শনিবার রাত ১২টা পর্যন্ত বিবিয়ানা গ্যাস ফিল্ডের উৎপাদন বন্ধ থাকার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিবিয়ানা থেকে গ্যাস উত্তোলন করছে বহুজাতিক জ্বালানি প্রতিষ্ঠান শেভরন বাংলাদেশ। দেশের উৎপাদিত মোট গ্যাসের প্রায় ৪৫ শতাংশই উৎপাদন হয় এই গ্যাসক্ষেত্র থেকে।