আজ সারা দেশে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। দিনটি উপলক্ষে রাজধানীসহ দেশের বিভিন্নস্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার সকাল ৭টায় জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে। এর অনেক আগে থেকেই জাতীয় মসজিদে ভীড় জমাতে থাকেন মুসল্লিরা। আবহাওয়া ভালো থাকায় এবং পশু কোরবানির আনুষ্ঠানিকতা থাকায় প্রথম জামাতে মুসল্লিদের উপস্থিতি ছিল লক্ষণীয়।
নামাজের পর মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়। ত্যাগের মহিমা নিয়ে যে কোরবানি তা কবুলের জন্য দোয়া করা হয় আল্লাহর দরবারে। এ ছাড়া গতকাল সৌদি আরবে নিহত হাজিদের আত্মার শান্তি কামনায়ও দোয়া করা হয়।
বরাবরের মতো জাতীয় ঈদগাহ ময়দানে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ৮টায় এ জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামিত করেন বায়তুল মোকাররমের সিনিয়র ইমাম মো. মিজানুর রহমান। জামাতে নারীদের অংশ নেওয়ার ব্যবস্থাও ছিল।
মাননীয় রাষ্ট্রপতি আব্দুল হামিদসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, সরকারি ও বিরোধীদলের রাজনৈক নেতারা উপস্থিত ছিলেন। জামাত শেষে তারা একে অপরের সঙ্গে কোলাকুলি করেন ও কুশল বিনিময় করেন।
এ ছাড়া সকাল সাড়ে ৭টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা, মোহাম্মদপুর জামে মসজিদ সংলগ্ন ঈদগাহ, কারওয়ান বাজার আম্বর শাহ শাহী মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। সকাল ৮টায় জামাত অনুষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় খেলার মাঠ, বনানী কেন্দীয় জামে মসজিদ, ধানমন্ডি ঈদগাহ ময়দান ও মগবাজার বিটিসিএল কলোনি জামে মসজিদে।