হিলি সীমান্তে বিজিবি-বিএসএফ’র মিষ্টি বিনিময়

হিলি সীমান্তে বিজিবি-বিএসএফ’র মিষ্টি বিনিময়

দিনাজপুর হিলি সীমান্তে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয়8uIDKASDSA সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) একে অন্যকে মিষ্টি উপহার দিয়ে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছে।
আজ শুক্রবার সকাল ১১টার দিকে হিলি সীমান্তের চেকপোস্টে বিজিবি’র পক্ষ থেকে হিলি চেকপোস্ট ক্যাম্পের কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার আব্দুল জব্বার এবং বিএসএফ’র পক্ষ থেকে হিলি ক্যাম্পের কমান্ডার ইন্সপেক্টর ইমামুল হক ২ বাহিনীর নেতৃত্ব দেন।
এর আগে ২ দেশের সীমান্তরক্ষী বাহিনী একে অন্যের সঙ্গে কোলাকুলি করেন।
এরপর ভারতের হিলি বিএসএফ ক্যাম্প কমান্ডার ও বিজিবি হিলি চেকপোস্ট ক্যাম্পের কোম্পানি কমান্ডারসহ ২ দেশের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা একে অপরকে মিষ্টি খাইয়ে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
বিজিবি হিলি চেকপোস্ট ক্যাম্পের কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার আব্দুল জব্বার জানান, সীমান্তের দুই বাহিনীর মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, ভ্রাতৃত্ববোধ বজায় রাখতে নিজ নিজ অবস্থানে থেকে সীমান্তের দায়িত্ব পালনে প্রতি বছরই ঈদসহ ২ দেশের বিভিন্ন জাতীয় অনুষ্ঠানে একে অন্যকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করা হয়।

Featured বাংলাদেশ