রাজধানীতে বর্জ্য অপসারণ অভিযান শুরু

রাজধানীতে বর্জ্য অপসারণ অভিযান শুরু

ঢাকার ২ সিটি করপোরেশন কোরবানির বর্জ্য ২৪ ঘণ্টার মধ্যে অপসারণ করে রাজধানীকে as80duasdপরিষ্কার-পরিচ্ছন্ন করার পরিকল্পনা নিয়েছে।
আজ শুক্রবার দুপুর ২ টার সময় রাজধানীর ধোলাইখাল এলাকায় সাদেক হোসেন খোকা খেলার মাঠে অস্থায়ী পশুর হাট থেকে বর্জ্য অপসারণ অভিযান উদ্বোধন করছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন। বর্তমানে তিনি রাজধানী কমলাপুর এলাকায় বর্জ্য পরিষ্কার অভিযান দেখতে গেছেন।
সংশ্লিষ্টরা বলছেন, এ সময়ের মধ্যে রাজধানীর ১৬টি অস্থায়ী পশুর হাটসহ নগরজুড়ে ঈদ উপলক্ষে জবাই করা পশুর রক্ত, নাড়িভুড়ি ও অন্যান্য সব বর্জ অপসারণ করা হচ্ছে।
ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) থেকে নগরীর বর্জ্য অপসারণের জন্য প্রয়োজনীয় ছোট-বড় বিভিন্ন যন্ত্রপাতি ও লোকবল প্রস্তুত করেছে।
ডিএনসিসি ও ডিএসসিসি সূত্র জানায়, এবারই প্রথম নগরীর প্রতিটি ওয়ার্ডে কোরবানির পশু জবাইয়ের জন্য একাধিক স্পট নির্ধারণ করা হয়েছে। এরমধ্যে ডিএসসিসিতে ৩৩০টি ও ডিএনসিসিতে ২১০টি পশু জবাইয়ের স্পটে ত্রিপল, সামিয়ানা ও সচেতনমূলক ব্যানার টানিয়ে দিয়েছে সিটি করপোরেশন।
এছাড়া সেসব স্পটে সিটি করপোরেশন থেকে জীবাণুনাশক ওষুধ ও ব্লিচিং পাউডার সরবরাহ করা হয়েছ। জবাইয়ের পর পশুর বর্জ্য রাখার জন্য বিনামূল্যে চট ও পলিথিনের ব্যাগ দেওয়া হয়েছে নগরবাসীদের মাঝে।
কর্মকর্তারা বলেছেন, নির্ধারিতে এসব স্পটে কোরবানি করতে সিটি করপোরেশনের পক্ষ থেকে নগরবাসীকে আহ্বান জানানো হয়েছে। শুধু নির্ধারিত এসব স্পটই নয়, নগরীর অন্যান্য এলাকায় যারা পশু কোরবানি করবেন সেসব স্থানের বর্জ্যও অপসারণ করা হচ্ছে।
ডিএনসিসি-এর প্রধান বর্জ্য ব্যবস্থপনা কর্মকর্তা ক্যাপ্টেন বিপন কুমার সাহা বলেন, ‘এবার কোরবানির বর্জ্য অপসারণে আমাদের টার্গেট হলো ৪৮ ঘণ্টা। কিন্তু গতবার ২৪ ঘণ্টায় নগরী থেকে পশুর বর্জ্য অপসারণ সম্ভব হয়েছিল। এজন্য এবারও আশা করি, ৩০ ঘণ্টার মধ্যেই পরিচ্ছন্নতার অভিযান শেষ করতে পারবো। এবার কোরবানির বর্জ্য অপসারণে ডিএনসিসি ২৫টি ডাম্পার, ৬টি পে-লোডার, ২টি টায়ার ডোজার, ৪টি পানির গাড়ি, দুটি প্রাইম মোভার, দুটি ট্রেইলর, এসকেভেটর, চেইন ডোজার, শতাধিক খোলা ট্রাক ব্যবহার করা হচ্ছে। এছাড়া ২ হাজার ছোট ছোট ভ্যান গাড়ি বর্জ্য অপসারণের কাজে ব্যবহার হবে বলে জানান বিপন কুমার সাহা।
রকিব উদ্দিন জানান, দ্রুত বর্জ্য অপসারণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও পরিচ্ছন্নতা কর্মীদের ঈদের ছুটি বাতিল করা হয়েছে।
এছাড়া ডিএসসিসির নিয়মিত ৫ হাজার ২০০ পরিচ্ছন্নকর্মী ছাড়াও অতিরিক্ত আরও এক হাজার ২০০ শ্রমিককে দৈনিক মজুরিতে বর্জ্য অপসারণের কাজে নিয়োগ করা হচ্ছে বলেন জানান তিনি।
এদিকে কোরবানির বর্জ্য পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য ৫০০টি নতুন হাতগাড়িসহ প্রয়োজনীয় ঝাড়ু, বেলচা, কোদালসহ অন্যান্য সরঞ্জামাদি সরবরাহ করা হয়েছে ডিএসসিসির এই কর্মকর্তা।

Featured বাংলাদেশ