জাতীয় ঈদগাহে প্রধান জামাত অনুষ্ঠিত

জাতীয় ঈদগাহে প্রধান জামাত অনুষ্ঠিত

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসব আমেজের মধ্য দিয়ে জাতীয় ঈদগাহ ময়দানে ঈদুল আজহার প্রধানrsfsdfsdfsd জামাত অনুষ্ঠিত হয়েছেঅ আজ শুক্রবার সকাল ৮টায় এ জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামিত করেন বায়তুল মোকাররমের সিনিয়র ইমাম মো. মিজানুর রহমান। প্রধান জামাতে রাষ্ট্রপতি আবদুল হামিদ, মন্ত্রিপরিষদের সদস্য, রাজনৈতিক, বিভিন্ন দেশের কূটনীতিক ছাড়াও সর্বস্তরের সাধারণ মানুষসহ লাখো মুসল্লি অংশ নেন। নামাজ শেষে একে অপরের সঙ্গে কোলাকুলি করেন।
মুসলমানদের অন্যতম বৃহৎ এই ধর্মীয় উৎসব বাংলাদেশে পরিচিত কোরবানির ঈদ নামে। অবশ্য সৌদি আরবের সঙ্গে মিল রেখে বৃহস্পতিবারও দেশের শতাধিক গ্রামের মানুষ করেছে ঈদ উদযাপন। কোরবানির ঈদ মুসলিম সমাজের ত্যাগের উৎসব। ভোগে নয়, ত্যাগেই শান্তি এমনই শিক্ষা পাওয়া যায় এ ঈদ থেকে। কোরবানি শব্দটি আরবি ‘কোরবানুন’ অথবা ‘কেরবানুন’ শব্দ থেকে আগত, যার মানে নৈকট্য বা সান্নিধ্য লাভ করা। মহান সৃষ্টিকর্তাকে সন্তুষ্ট করার আশায় পশু কোরবানির মধ্য দিয়ে দিনটির অনুষ্ঠানিকতা শুরু করেছে মুসলমানরা। আনুষ্ঠানিকতা শেষে কোরবানির মাংস বিলিয়ে দেয়া হবে ধনী-গরিবসহ নিজস্ব আত্মীয়-স্বজন সবার মধ্যে।

Featured বাংলাদেশ