বাংলাদেশ জলপথ হয়ে ত্রিপুরা পৌঁছাবে রান্নার গ্যাস

বাংলাদেশ জলপথ হয়ে ত্রিপুরা পৌঁছাবে রান্নার গ্যাস

ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন (আইওসি) বাংলাদেশের জলপথ ব্যবহার করে ত্রিপুরায় রান্নার গ্যাস yguhdasjdasপাঠানোর উদ্যোগ নিয়েছে। আসামে ভারী বৃষ্টিপাত ও ভূমিধসের কারণে আসাম-আগরতলা জাতীয় সড়কের (৪৪ নং জাতীয় সড়ক) হাল বেহাল হয়ে যাওয়ায় আইওসি-কে নতুন পথ বেছে নিতে হচ্ছে। সূত্রের খবর, পশ্চিমবঙ্গ থেকে রান্নার গ্যাস বাংলাদেশের ব্রাহ্মনবেরিয়া জেলার আশুগঞ্জ বন্দর হয়ে পৌঁছবে ত্রিপুরায়। এ ব্যাপারে ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের অনুমতি মিলেছে। কেন্দ্রের তরফে বাংলাদেশ সরকারকে এ বিষয়ে অনুরোধ জানানো হবে।
বিশালগড় গ্যাস বটলিং প্ল্যান্টের ম্যানেজার গিরিধারী অধিকারী এ কথা লিখে এক চিঠি পাঠিয়েছেন ত্রিপুরার খাদ্য দফতরের প্রধান সচিব এস কে রাকেশকে। চিঠিতে তিনি লিখেছেন কেন্দ্র সরকারকে বিষয়টির উপর নজর দিতে বলেছেন। পাশাপাশি ত্রিপুরার ২ সাংসদ জীতেন্দ্র চৌধুরী ও শঙ্করপ্রসাদ দত্ত একযোগে চিঠি লিখেছেন কেন্দ্রীয় সড়ক ও পরিবহণমন্ত্রী নিতিন গড়করিকে। তাকে অনুরোধ করা হয়েছে, উত্তর ত্রিপুরা থেকে অসমের পাথরকাণ্ডি পর্যন্ত ২০ কিলোমিটার রাস্তা অবিলম্ববে মেরামত করে দিক সরকার।

Featured আন্তর্জাতিক