ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন (আইওসি) বাংলাদেশের জলপথ ব্যবহার করে ত্রিপুরায় রান্নার গ্যাস পাঠানোর উদ্যোগ নিয়েছে। আসামে ভারী বৃষ্টিপাত ও ভূমিধসের কারণে আসাম-আগরতলা জাতীয় সড়কের (৪৪ নং জাতীয় সড়ক) হাল বেহাল হয়ে যাওয়ায় আইওসি-কে নতুন পথ বেছে নিতে হচ্ছে। সূত্রের খবর, পশ্চিমবঙ্গ থেকে রান্নার গ্যাস বাংলাদেশের ব্রাহ্মনবেরিয়া জেলার আশুগঞ্জ বন্দর হয়ে পৌঁছবে ত্রিপুরায়। এ ব্যাপারে ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের অনুমতি মিলেছে। কেন্দ্রের তরফে বাংলাদেশ সরকারকে এ বিষয়ে অনুরোধ জানানো হবে।
বিশালগড় গ্যাস বটলিং প্ল্যান্টের ম্যানেজার গিরিধারী অধিকারী এ কথা লিখে এক চিঠি পাঠিয়েছেন ত্রিপুরার খাদ্য দফতরের প্রধান সচিব এস কে রাকেশকে। চিঠিতে তিনি লিখেছেন কেন্দ্র সরকারকে বিষয়টির উপর নজর দিতে বলেছেন। পাশাপাশি ত্রিপুরার ২ সাংসদ জীতেন্দ্র চৌধুরী ও শঙ্করপ্রসাদ দত্ত একযোগে চিঠি লিখেছেন কেন্দ্রীয় সড়ক ও পরিবহণমন্ত্রী নিতিন গড়করিকে। তাকে অনুরোধ করা হয়েছে, উত্তর ত্রিপুরা থেকে অসমের পাথরকাণ্ডি পর্যন্ত ২০ কিলোমিটার রাস্তা অবিলম্ববে মেরামত করে দিক সরকার।