ক্যান্সার থেকে মুক্তি দেবে ‘থ্রিডি প্রিন্টার’

ক্যান্সার থেকে মুক্তি দেবে ‘থ্রিডি প্রিন্টার’

তথ্য প্রযুক্তির কল্যানে এখন থ্রিডি প্রিন্টারের সহায়তা নিয়ে করা হচ্ছে হাজারো জটিল কাজ। asdijasdaasইতোমধ্যেই বিজ্ঞানীরা চিকিৎসা ক্ষেত্রে এর ব্যবহার শুরু করেছেন ক্যান্সারের মত জটিল ও কঠিন রোগ থেকে মুক্তি পাওয়ার জন। পরীক্ষামূলকভাবে তারা ৫৪ বছর বয়স্ক একজন স্প্যানিশ ক্যান্সার রোগীর জন্য থ্রিডি প্রিন্টারের সাহায্যে পাঁজরের হাড় তৈরি করেছেন। পাঁজরের হাড়ের ক্যান্সারে ভুগছিলেন এ ক্যান্সার রোগীটি ।
বিশেষজ্ঞরা এটিকে একটি জীবন রক্ষাকারী আবিষ্কার বলে দাবি করেছেন। থ্রিডি প্রিন্টারের মাধ্যমে তৈরীকৃত হাড়গুলো খুবই শক্ত কিন্তু অনেক হালকা। এগুলো নমনীয় হওয়ার কারণে রোগীর চলাফেরা করতে কোনো রকম সমস্যা হবে না বলেও তারা আশাবাদ ব্যক্ত করেছেন। এ হাড়গুলো তৈরি করার জন্য ব্যবহৃত হয়েছে আরক্যাম কর্তৃক নির্মিত ১.৩ মিলিয়ন ডলার মূল্যমানের থ্রিডি প্রিন্টার।

Featured বিজ্ঞান প্রযুক্তি