মিনায় হাজিদের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

মিনায় হাজিদের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

সৌদি আরবের মিনায় পদদলিত হয়ে ৩ শতাধিক হাজির মৃত্যু ও চারশ’রও বেশি হাজি আহত as7a66sduasdহওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।
পৃথক বার্তায় তারা মারা যাওয়া এই হাজিদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকার্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানান।
রাষ্ট্রপতির প্রেসসচিব জয়নাল আবেদীন ও প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব আশরাফুল আলম খোকন এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও স্পিকার শিরীন শারমিন চৌধুরীও এ ঘটনায় শোক জানিয়েছেন।
জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে রয়েছেন প্রধানমন্ত্রী। সেখান থেকে পাঠানো শোক বার্তায় প্রধানমন্ত্রী এমন একটি ঘটনায় তার গভীর শোকের কথা জানিয়েছেন।
এছাড়াও মিনায় বাংলাদেশি হাজিদের কেউ এই দুর্ঘটনায় পড়েছেন কিনা তা জানতে ও প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এদিকে সৌদি আরবের মিনায় পদদলিত হয়ে মৃতের সংখ্যা বেড়ে ৩১০ জনে দাঁড়িয়েছে। একই ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে সাড়ে চারশ’র বেশি হাজি।
আজ বৃহস্পতিবার মিনায় ‘শয়তান স্তম্ভে’ পাথর ছোড়ার সময় এ দুর্ঘটনা ঘটে বলে সৌদি সিভিল ডিফেন্সের বরাত দিয়ে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।

Featured বাংলাদেশ