বাংলাদেশি হাজিদের হতাহতের খবর নেই

বাংলাদেশি হাজিদের হতাহতের খবর নেই

সৌদি আরবের মক্কা নগরীর মিনায় শয়তানকে পাথর মারার সময় পদদলিত হয়ে সাড়ে ৭asdasjdas শতাধিক নিহত এবং কয়েকশ আহত হওয়ার ঘটনায় কোনো বাংলাদেশি হাজি আছেন কিনা তা এখনও জানা যায়নি। এ ব্যাপারে সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস খোঁজখবর নিচ্ছে। মক্কার হজ মিশন কর্মকর্তারা ঘটনাস্থলে গেছেন।
সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ টেলিফোনে সংবাদমাধ্যমকে বলেন, খবর পেয়েই আমরা লোক পাঠিয়েছি। কোনো তথ্য এখনও আমরা পাইনি।
এদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম তার ফেসবুকের পাতায় বলেছেন, ‘মিনা হাসপাতালে অবস্থান করা আমাদের এক কর্মকর্তার মতে, মৃতদেহগুলো হাসপাতালে আনা হচ্ছে এবং কর্তৃপক্ষ কাউকে ভেতরে ঢুকতে দিচ্ছে না। হাসপাতাল কর্তৃপক্ষ কোনো তথ্য দেওয়া মাত্রই আমরা স্বজনদের তা জানাব। মিনাতে আমাদের হটলাইন নাম্বার হচ্ছে: +৯৬৬৫৩৭৩৭৫৮৫৯ এবং +৯৬৬৫০৯৩৬০০৮২।’
এদিকে, এই হতাহতের খবর পাওয়ার পর থেকে চরম উৎকণ্ঠার মধ্যে রয়েছেন হজ করতে যাওয়া লক্ষাধিক হজযাত্রীর পরিবার ও স্বজনরা। অনেকে সরাসরি তাদের স্বজনদের সঙ্গে ফোনে আলাপ করে নিশ্চিত হচ্ছেন তারা সুস্থ আছেন। আবার অনেকেই স্বজনদের সঙ্গে যোগাযোগ করতে না পেরে উৎকণ্ঠায় আছেন।
এর আগে ক্রেন দুর্ঘটনায় এক বাংলাদেশির মৃত্যু হয় এবং আহত হন বেশ কয়েকজন।
প্রসঙ্গত, আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে মিনায় পদদলিত হয়ে এখন পর্যন্ত প্রায় ৭৫০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Featured আন্তর্জাতিক