শরণার্থীদের বিষয়ে নতুন কিছু উদ্যোগের ঘোষণা দিয়েছে ইইউ৷ মধ্যপ্রাচ্যে অবস্থানরত সিরীয় উদ্বাস্তুদের ১২০ কোটি ইউরো অর্থ সহায়তা দেয়ার পাশাপাশি ইইউ-র বহিঃসীমান্তে তদারকি ব্যবস্থাও জোরদার করবে ইউরোপের এই আঞ্চলিক জোট৷
ব্রাসেলসে আজ বৃহস্পতিবার ভোরে শেষ হয় শরণার্থী সংকট নিয়ে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-এর জরুরি সম্মেলন৷ সদস্য দেশগুলোর মধ্যে দীর্ঘ আলোচনার পর সম্মেলনটি সফলভাবেই শেষ হয়৷ ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টুস্ক জানান, সভায় মধ্যপ্রাচ্যে অবস্থানরত সিরীয় উদ্বাস্তুদের সহায়তার জন্য ১২০ কোটি ইউরো প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে৷ এ অর্থ বিশ্ব খাদ্য কর্মসূচি (ডাব্লিউএফপি) এবং জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর-এর মাধ্যমে মাধ্যমে বণ্টন করা হবে বলেও জানিয়েছেন তিনি৷