ঈদুজ্জোহার চাঁদ হাসে ঐ এল আবার দুসরা ঈদ
দে কুরবানি দে, কুরবানি দে শুন আসমানি তাকিদ
ত্যাগ ও কুরবানির আহবান নিয়ে মুসলিম সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম উৎসব ঈদুল আযহার নামাজ অনুষ্ঠিত হয়েছে স্পেনের মাদ্রিদের প্রাণকেন্দ্র বাংলাদেশি অধ্যুষিত লাভা-পিয়াসের কাসিনো পার্কের খোলা মাঠে। অন্যান্য বছরের মত এই বছরও সরকারি ভাবে অনুমতি নিয়ে কাসিনো পার্কের খোলা মঠে হাজারো মুসল্লির উপস্থিতিতে ঈদ জামাত অনুষ্ঠিত হয়। সকল ব্যস্ততাকে পিছনে ফেলে প্রবাসের বাংলাদেশিরাও মিলে মিশে সকল ভেদাভেদ ভুলে একসাথে ঈদ উদযাপন করে, ভাগাভাগি করে নেয় ঈদের আনন্দ। আজকের সুন্দর আবহাওয়া যেন ঈদের আনন্দকে আরও প্রানবন্ত করে তুলেছে। একে অপরের সাথে কুলাকুলি ও কুশল বিনিময়ের দৃশ্য যেন এক টুকরো বাংলাদেশ। বাংলাদেশীদের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের ধর্ম প্রাণ মুসলমানরা কাসিনো পার্কে জড়ো হতে থাকে সকাল থেকে। নানা দেশের নানা বর্ণের ভিন্ন ভিন্ন ভাষাভাষী মানুষ এক কাতারে সামিল হয়ে ঈদের নামাজ আদায় করে। প্রথম নামাজের জামাত অনুষ্ঠিত হয় সকাল ৮.৪৫ মিনিটে এবং দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয় ৯.৪৫ মিনিটে ।
এছাড়া স্পেনের সবচেয়ে বড় মসজিদ ভেনতাসে সকাল ৯ টায় প্রায় হাজারো মুসল্লিদের উপস্থিতিতিতে ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হয়। এছাড়াও মালাগা, আলিকান্তে, মুরছিয়া, সেভিলা, গ্রানাদা, করদুভাসহ অনেক শহরে ঈদের জামাত অনুষ্ঠিত হয় ।