ইয়েমেনের রাজধানী সানায় ঈদের নামাজ আদায়ের সময় বোমা বিস্ফোরণে নিহত হয়েছে কমপক্ষে ২৫ জন। আহত হয়েছে বহু লোক।
রয়টার্স ও এএফপির খবরে আজ বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঈদুল আজহার নামাজ আদায় করার সময় রাজধানী সানার একটি শিয়া মসজিদে ২টি আত্মঘাতী বোমা হামলা চালায় দুর্বৃত্তরা। মুহূর্তে ঈদের আনন্দ মাতমে রূপ নেয়।
রাজধানী সানা ইয়েমেনের সরকারবিরোধী গোষ্ঠী হুতিদের দখলে রয়েছে। হুতিরা শিয়াপন্থি মুসলমান।
ঈদের জামাতে বোমা বিস্ফোরণে নিহতের সংখ্যা প্রাথমিকভাবে নয়জন বলা হলেও প্রকৃত হতাহতের সংখ্যা নিশ্চিত হওয়া যায়নি। আশঙ্কা করা হচ্ছে, নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।
সম্প্রতি ইয়েমেনের শিয়া মসজিদে কয়েকটি হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)। তবে এই হামলার দায় এখনো কোনো পক্ষ স্বীকার করেনি।