যুক্তরাষ্ট্র থেকে গম কিনেছে ইরান

যুক্তরাষ্ট্র থেকে গম কিনেছে ইরান

ইরানের তেল রপ্তানির বিরুদ্ধে বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপ করা ‘শত্র“রাষ্ট্র’ যুক্তরাষ্ট্র থেকে ৬০ হাজার টন গম কিনেছে ইরান। এ নিয়ে গত দু’সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্র থেকে ১ লাখ ৮০ হাজার টন গম কিনলো মধ্যপ্রাচ্যের এই দেশটি।

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে এ খবর জানানো হয়।

গত তিন বছরের মধ্যে এ বছরই ইরান ফের যুক্তরাষ্ট্র থেকে খাদ্যশস্য আমদানি করলো।

ইরানের এই গম আমদানির মাধ্যমে পরমাণু ইস্যু নিয়ে বিবদমান এ দেশদু’টির বন্ধ হয়ে থাকা খাদ্যশস্য বাণিজ্য আবার শুরু হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের খাদ্যশস্য রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো।

ইরান যুক্তরাষ্ট্র থেকে আরো ২ লাখ ২০ হাজার টন গম কেনার প্রক্রিয়া সম্পন্ন করে এনেছে যা আগামী এপ্রিলের মধ্যে ইরানে পাঠানো হবে। এছাড়া আরো গম কেনার বিষয়ে যুক্তরাষ্ট্রের রপ্তানিকারকদের সঙ্গে ইরান আলোচনা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে এ প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট যুক্তরাষ্ট্রের সূত্রগুলো।

ইতোমধ্যে আমদানি করা ১ লাখ ৮০ হাজার টন ও এপ্রিলের ২ লাখ ২০ হাজার টন গম নিয়ে মোট ৪ লাখ টন গমের মূল্য পড়বে প্রায় ১৬ কোটি মার্কিন ডলার।

আন্তর্জাতিক