দুই বাসের মুখোমুখী সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। বৃহস্পতিবার সকালে বগুড়ার শিবগঞ্জ উপজেলার পাকুরতলা এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
শিবগঞ্জ থানার ওসি আহসান হাবিব জানান, হতাহতরা সবাই পোশাক কারখানার কর্মী
নিহতরা হলেন, গাইবান্ধার আবুল কালাম আজাদ, কুড়িগ্রামের উলিপুরের আব্দুল কাদের (৩০) ও আশরাফুল ইসলাম (২৮)।
আহতদের মধ্যে ছয় জনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের দেওয়া হয়েছে প্রাথমিক চিকিৎসা।
ওসি বলেন, ঈদের ছুটিতে ঢাকার বিভিন্ন পোশাক কারখানার কর্মীদের নিয়ে একটি বাস উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। পথে পাতুলা এলাকায় বিপরীত দিক থেকে আসা আরেকটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়।
আহতদের উদ্ধারের পর শহীদ জিয়উর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আরও দুজন মারা যান বলে জানান ওসি।
ঈদের আগে মহাসড়কে ঘরমুখো মানুষের চাপের মধ্যে বুধবারও বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ১৭ জন নিহত হন।