ফিফা প্রেসিডেন্ট শেপ ব্লাটারের সঙ্গে দেখা করলেন ব্রাজিলের প্রাক্তন অধিনায়ক জিকো৷ ফিফা প্রেসিডেন্ট পদের নির্বাচনে দাঁড়াতে নিয়ম বদলের আর্জি জানান তিনি৷ আর্থিক দুর্নীতি কাণ্ডে ফেব্রুয়ারিতে ব্লাটার ফিফা প্রেসিডেন্টের পদ থেকে সরে দাঁড়ানোয় পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন দাঁড়াতে আগ্রহ প্রকাশ করেন ব্রাজিলীয় তারকা৷কিন্তু প্রেসিডেন্ট পদে প্রার্থী হতে গেলে অন্তত পাঁচটি দেশের সমর্থন প্রয়োজন৷ এই নিয়ম নিয়েই আপত্তি তোলেন জিকো৷ তার মতে ‘ প্রত্যেকটি দেশকে স্বাধীনভাবে প্রার্থী নির্বাচন করতে দিতে হবে৷তাদের উপর কোনও রকম চাপ সৃষ্টি করা উচিত নয়৷’
তিনি আরও বলেন,‘ব্লাটারও তার সঙ্গে একমত৷! ব্লাটার জিকোর অনুরোধ শুনলেও ফিফা প্রেসিডেন্ট নির্বাচনের নিয়ম পরিবর্তন করা যে সম্ভব নয় তা পরিষ্কার জানিয়ে দেন৷
ফিফা প্রেসিডেন্টের চেয়ার বসার অন্যতম দাবিদার উয়েফা প্রেসিডেন্ট মিশেল প্লাতিনি জিকোকে কটাক্ষ করেছেন৷তিনি বলেন,‘জিকোর মতো ফুটবলারে পাঁচটি দেশের সমর্থন না-পাওয়া খুবই দুর্ভাগ্যজনক৷ তবে তার জন্য নিয়ম পরিবর্তন করা যাবে না৷’বর্তমানে জিকোর কাছে কেবলমাত্র ব্রাজিলের সমর্থন আছে৷ তিনি আশাবাদী জাপান এবং তুরস্কও তাকে সমর্থন করবে৷-সংবাদসংস্থা