ঢাকায় ভারতের নতুন হাইকমিশনার হয়ে আসছেন হর্ষ বর্ধন শ্রিংলা। কূটনীতিক সূত্রে এ তথ্য জানা গেছে।
বর্তমানে ব্যাংককে রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হর্ষ শ্রিংলা ঢাকায় বর্তমান হাই কমিশনার পঙ্কজ শরণের স্থলাভিষিক্ত হচ্ছেন। কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, আগামী সপ্তাহেই হর্ষ শ্রিংলার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। আর আগামী নভেম্বর থেকেই ঢাকায় কাজ শুরু করবেন তিনি।
ব্যাংককের রাষ্টদূত হিসেবে নিয়োগ পাওয়ার আগে তিনি দীর্ঘদিন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশের ডেস্কে কর্মরত ছিলেন। এছাড়াও নয়াদিল্লিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ছাড়াও তিনি প্যারিস, হ্যানয়, ও তেলআবিবে নিযুক্ত ছিলেন। জাতিসংঘে ভারতের স্থায়ী মিশনে কাউন্সিলর হিসেবেও দায়িত্ব পালন করেছেন।