হিন্দু রাষ্ট্র করার দাবিতে প্রস্তাব উঠলেও শেষ পর্যন্ত ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবেই থেকে গেল নেপাল। কিন্তু জাতীয় পশু হিসেবে গরুকেই নির্বাচন করল দেশটি। এর অবশ্য একটা কারণ আছে। হিন্দুধর্মে গরুকে পবিত্রতার প্রতীক হিসেবে ধরা হয় এবং গোমাতা হিসেবে পুজো করা হয়। সে কারণে হিন্দু সংখ্যাগরিষ্ঠ নেপালের প্রণীত নতুন সংবিধানে গরুকেই জাতীয় পশুর মর্যাদা দেওয়া হয়।
নেপালি কংগ্রেসের সাধারন সম্পাদক কৃষ্ণপ্রসাদ সিতাউলা জানিয়েছেন, হিন্দুদের কথা ভেবেই গরুকে জাতীয় পশুর মর্যাদা দেওয়া হচ্ছে। তিনি আরো জানান, এই নতুন সংবিধানে পশু সুরক্ষা নিশ্চিত ও গোহত্যা নিষিদ্ধ করা হয়েছে। এর আগে সংবিধানের এই অনুচ্ছেদটি গণপরিষদের প্রথম সভায় বাদ দেওয়া হয়েছিল। কিন্তু পরে এটিকে সংবিধানের আওতায় নিয়ে আসা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
অন্যদিকে, কয়েকজন আইনপ্রণয়নকারী এক শিংওয়ালা গন্ডারকেও জাতীয় পশু করার প্রস্তাব দিয়েছেন।