এজেকুয়েল হাম আর্জেন্টিনার ঘরোয়া লিগের ম্যাচে কার্লোস তেভেজের মারাত্মক ট্যাকলের শিকার হন। তরুণ এই আর্জেন্টাইন মিডফিল্ডারের পা-ই ভেঙে যায়। হাসপাতালে থাকা এজেকুয়েলকে দেখে এসেছেন আর্জেন্টাইন তারকা তেভেজ। এ সময় তিনি ক্ষমাও চেয়েছেন স্বদেশী এজেকুয়েলের কাছে।
সে ম্যাচে জোড়া গোল করে বোকা জুনিয়র্সকে জেতান আর্জেন্টিনার ফরোয়ার্ড তেভেজ। আর্জেন্টিনা জুনিয়র্সের বিপক্ষে ম্যাচটি ৩-১ গোলে জেতে তেভেজের দল। তার করা ট্যাকলটি বাজে হলেও রেফারি কার্ড দেখাননি।
অনাকাঙ্খিত ঘটনাটির জন্য ভীষণভাবে মণঃক্ষুন্ন হন তেভেজ। ম্যাচ শেষে যখন জানতে পারেন এজেকুয়েলের পা ভেঙে গেছে তখন তিনি বলেছিলেন, আমি হামকে ইচ্ছাকৃতভাবে আঘাত করিনি। সঠিক জায়গায় পাস না পেয়ে অনেকটা রাগান্বিত হয়েই বল রিসিভ করার চেষ্টার করি। ওই সময় মুখোমুখি অবস্থায় সম্পূর্ণ অনিচ্ছাকৃতভাবে ট্যাকল হয়। তার পায়ে টাচ লাগার পরই বুঝতে পারি যে আমি ভুল করেছি।
হাসপাতালে ৪৮ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণের পর তেভেজ এজেকুয়েলের সঙ্গে দেখা করতে যান। সেখানে দু’জন একসঙ্গে ছবিও তোলেন। তেভেজ ক্ষমা চাওয়ার সময় এজেকুয়েল বেশ লজ্জিত মুখে তাকিয়ে ছিলেন।