৩ ম্যাচ নিষিদ্ধ হলেন দিয়েগো কস্তা। ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন গতকাল মঙ্গলবার এই সিদ্ধান্ত নিয়েছে।
গত শনিবার স্টামফোর্ড ব্রিজে আর্সেনালের বিপক্ষের ম্যাচে প্রতিপক্ষের খেলোয়াড়দের সঙ্গে মারাত্মক বিতর্কে জড়ান ব্রাজিলে জন্ম নেয়া স্পেনের এ খেলোয়াড়। তার সঙ্গে ঝগড়া বাধিয়ে সেদিন লাল কার্ড দেখেন আর্সেনালের ডিফেন্ডার গ্যাব্রিয়েল। কিন্তু এর আগের ঘটনা রেফারির দৃষ্টি এড়িয়ে যায়। গ্যাব্রিয়েলেন সঙ্গে বিতর্ক বাধানোর আগে আর্সেনালের আরেক খেলোয়াড় লরেন্ত কসেলনির মুখে খামচি মারেন কস্তা। ওই ঘটনার পর গ্যাব্রিয়েলের সঙ্গে তার বিতর্ক হয়। ইচ্ছাকৃত এমন ঘটনার ঘটানোর পরও রেফারর দৃষ্টি এড়িয়ে যাওয়ায় তখনকার মতো বেঁচে যান কস্তা। কিন্তু শেষ পর্যন্ত পার পেলেন না ২৬ বছর বয়সী এ স্ট্রাইকার। ওই ঘটনার ভিডিও ফুটেজ দেখে এই শাস্তির সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন। সাবেক এলিট প্যানেলের ৩ রেফারির মিটিংয়ে এই সিদ্ধান্ত হয়। তারা প্রত্যেকেই মনে করেন, ওই ঘটনার জন্য তাৎক্ষণিক লাল কার্ড দেখতেন দিয়েগো কস্তা। নিষেধাজ্ঞার কারণে ক্যাপিটাল ওয়ান কাপে ওয়ালসাল ও ইংলিশ প্রিমিয়ার লীগে নিউক্যাসল ও সাউদাম্পটনের বিপক্ষে খেলতে পারবেন না চেলসির এ স্ট্রাইকার। তবে আগামী ১৭ অক্টোবর অ্যাস্টন ভিলার বিপক্ষে খেলতে পারবেন তিনি। অন্যদিকে এফএ’র এই সিদ্ধান্তে হতাশা প্রকাশ করেছে চেলসি। তারা এক বিবৃতিতে বলেছে, ‘দিয়েগো কস্তাকে নিষিদ্ধ করার এফএ’র সিদ্ধান্তে আমরা হতাশ। আমরা এই নিষেধাজ্ঞার লিখিত কারণ জানতে চাইবো।’