অবশেষে কোর্টে ফিরতে যাচ্ছেন মারিয়া শারাপোভা। প্রায় ২ মাস পর উহান ওপেন দিয়ে কোর্টে ফিরছেন রাশিয়ান টেনিসের এই গ্ল্যামারগার্ল।
আগামী ২৭ সেপ্টেম্বর থেকে কোর্টে গড়াবে চীনের এই টুর্নামেন্ট। আর সেখানেই টেনিস ভক্তরা দেখতে পারবেন র্যাংকিংয়ের ৩ নাম্বার এই তারকাকে।
আমেরিকান টেনিসের জীবন্ত কিংবদন্তি সেরেনা উইলিয়ামসের কাছে উইম্বলডনে সেমিফাইনালে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছিলেন মাশা। এরপর রজার্স কাপ এবং সিনসিনাটি মাস্টার্সে খেলার কথা থাকলেও চোট থাকায় দর্শক বানিয়ে রেখেছিল।
এছাড়াও শারাপোভার খেলার কথা ছিল মৌসুমের শেষ মেজর টুর্নামেন্ট ইউএস ওপেনেও। সবকিছুই ঠিকঠাক ছিল। কিন্তু টুর্নামেন্ট শুরুর আগের দিন হঠাৎ করেই নিজের নাম প্রত্যাহার করে নেন ক্যারিয়ারে ৪টি গ্র্যান্ডস্লামজয়ী এই রুশ সুন্দরী।
দীর্ঘ বিরতির পর কোর্টে ফিরতে পারায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন টেনিস র্যাংকিংয়ের সাবেক নাম্বার ওয়ান এই তারকা। সেইসঙ্গে ট্যুইটারে একটি ছবি পোস্ট করে জানিয়েছেন ফেরার জন্য কঠোর অনুশীলণের কথাও।