আজীবন সম্মাননা পেলেন লাকী আখন্দ

ক্যান্সারে আক্রান্ত বাংলাদেশের সঙ্গীতের বরপুত্র খ্যাত শিল্পী লাকী আখন্দকে আজীবন সম্মাননা asdasdijasdasজানানো হলো। তাকে এ সম্মাননা জানিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজ ও অগ্নিবীণা। গতকাল সোমবার সন্ধ্যায় টিসিবি অডিটোরিয়াম মিলনায়তনে শিল্পীকে এ সম্মাননা জানানো হয়।
লাকী আখন্দ বর্তমানে ক্যান্সারের চিকিৎসার জন্য ব্যাংককে থাকায় তার পক্ষে এই সম্মাননা গ্রহণ করেন শিল্পীর বড় বোন জেসমীন আখন্দ ও ভাতিজা দীপ। তাদের হাতে এ সম্মাননা ক্রেস্ট ও এক লাখ টাকার চেক তুলে দেন এই আয়োজনের প্রধান অতিথি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
এ সময় মঞ্চে আরো উপস্থিত ছিলেন শিল্পী খালিদ হোসেন, পাপিয়া সারোয়ার, ফকির আলমগীর ও জি সিরিজ ও অগ্নিবীণার কর্ণধার নাজমুল হক ভূঁইয়া।
প্রধান অতিথির বক্তব্যে হাসানুল হক ইনু বলেন, ‘লাকী আখন্দ এমন একজন শিল্পী তাকে সম্মাননা জানাতে পেরে আমরা নিজেরাই সম্মানিত বোধ করছি। তিনি গায়ক হলেও সঙ্গীতের পেছনের কারিগর হিসেবেও সুর সঙ্গীতায়োজনের কাজ করে গেছেন। তার সেই সকল সৃষ্টি অমর।
এখানে নবীন-প্রবীণ অনকে শিল্পী আছেন। শিল্পীদের কাছে আসলে মনে হয় গোলাপের বাগানে এসেছি যেখান থেকে সুবাস নিয়ে ফেরা যায়। শিল্পীদের সঙ্গে দেখা হলে মানুষের হৃদয় আরো প্রসারিত হয়। আমার হৃদয়ও প্রসারিত হলো।’
এদিকে আয়োজিত অনুষ্ঠানে ঈদ উৎসব ঘিরে ৩০টি অ্যালবামের মোড়ক উন্মোচন করা হয়।
এছাড়া সম্মাননা অনুষ্ঠানের শুরু থেকেই সংগীত পরিবেশন করেন- জি-সিরিজ অগ্নিবীণার তারকা শিল্পীরা।

Featured বিনোদন