অনলাইন শপিং সাইটের প্রমোশন করে বেজায় বিপাকে রণবীর কাপুর ও ফারহান আখতার৷ যে সাইটের প্রমোশন করেছিলেন তাঁরা, সেটি ক্রেতাকে ঠকিয়েছে, এই অভিযোগে তাদের বিরুদ্ধে এফআইআরও দায়ের করেছেন রজত বনসল নামে এক আইনজীবি।
এক বিশেষ শপিং সাইটের হয়ে প্রমোশন করেছিলেন রণবীর ও ফারহান। তারকারা হামেশাই এরকম প্রমোশন করে থাকেন। কিন্তু সে জল যে এইআইআর অবধি গড়াবে তারা বোধহয় ভাবতেও পারেননি। বনশল নিজে ওই সাইট থেকে একটি ৪০ ইঞ্চি এলইডি টিভি কিনবেন বলে মনস্থির করেছিলেন। সেইমতো তিনি অর্ডার দেন এবং ক্রেডিট কার্ডের মাধ্যমে টাকা পয়সাও দিয়ে দেন। কিন্তু কথামতো ১০ দিন পেরিয়ে গেলেও তার টিভি আর আসেনি। প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ এনে তাই তিনি শপিং সাইটের কর্তাদের নামে অভিযোগ দায়ের করেছেন। পাশাপাশি তার অভিযোগের কবলে পড়েছেন ফারহান রণবীরও। তার মতে, রণবীর- ফারহান এভাবে প্রচার করেছিলেন সাইটটির যে, সেটির গ্রহণযোগ্যতা অনেকগুণ বেড়ে গিয়েছিল তার মতো ক্রেতার কাছে। কিন্তু বাস্তবে সাইটটি ক্রেতাকে ঠকিয়েছে, প্রতারণা করেছে। এর দায়ভার সংশ্লিষ্ট অভিনেতার ওপরও বর্তায় বলে তার অভিমত৷
বিজ্ঞাপনের দায় কার, সংস্থার নাকি যে অভিনেতা-অভিনেত্রী তা প্রমোট করছেন তার, এ বিতর্ক বহুদিনের। ম্যাগি নিষিদ্ধ হওয়ার সময় অভিযোগের আঙুল উঠেছিল অমিতাভ, মাধুরী, প্রীতির বিরুদ্ধে। বিনা প্রেসক্রিপশনে ওষুধ বিক্রি করার জন্য আর এক শপিং সাইটের বিরুদ্ধে অভিযোগ ওঠায়, অভিযোগ উঠেছিল সেটির প্রমোশনে থাকা অভিনেতা আমির খানের বিরুদ্ধেও৷
ভারতীয় আইনবিধির ৪০৬ ধারা অনুযায়ী বিশ্বাসভঙ্গের অভিযোগই মূলত উঠছে তাদের বিরুদ্ধে৷তবে আদৌ এ দায় অভিনেতা-অভিনেত্রীদের উপর পড়ে কি না, সে মীমাংশা আগেও হয়নি। ফারহান, রণবীরের ক্ষেত্রে একই গোত্রের অভিযোগের ভিত্তিতে কী পরিণতি হয়, তাইই দেখার।