এক সময়কার চলচ্চিত্র জগতে সাড়া জাগানো অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী দিতি স¤প্রতি ব্রেইন টিউমারে আক্রান্ত হয়ে ভারতের চেন্নাইয়ে মাউন্ট হাসপাতালে ভর্তি হয়েছিলেন। মৃত্যুকে হার মানিয়ে গত রোববার দেশে ফিরেছেন তিনি। চিকিৎসাধীন থাকা অবস্থায় একমাত্র মেয়ে লামিয়া চৌধুরীর হাতে নিজের আত্মজীবনী লিখিয়েছেন এবং তিনি খুব তাড়াতাড়ি নির্মান করতে যাচ্ছেন শত পর্বের একটি নাটক, যার বিষয়বস্তু হবে তার মেয়ের হাতে লেখা এই আত্মজীবনী।
এ বিষয়ে দিতি বলেন, ‘হাসপাতালের বিছানায় শুয়ে শুয়ে নিজের জীবনে ঘটে যাওয়া অনেক ঘটনাই মনে পড়েছে। আর সেগুলো আমার মুখ থেকে শুনে একটি স্ক্রিপ্ট লিখেছে লামিয়া। যা আমার আত্মজীবনীই বলা যেতে পারে। সুস্থ হয়ে, এটা নিয়ে একশ পর্বের নাটক নির্মাণের সিদ্ধান্ত নিয়েছি। খুব তাড়াতাড়ি এর কাজ শুরু করব।’
তিনি আরো জানান, ‘অস্ত্রোপচার ও ওষুধের কারণে আমার চেহারা অনেকটাই পাল্টে গিয়েছে। এটা নিয়ে একটি স্ক্রিপ্ট তৈরি করছি। ঈদের পরপরই গল্পটি নিয়ে একটা নাটক নির্মাণের পরিকল্পনা রয়েছে।’
অসুস্থতার কারণে ইতিমধ্যেই তাঁর বেশ কিছু কাজ অসমাপ্ত রয়েছে। ফলে আগামী ১০ থেকে ১৫ দিনের মধ্যেই অভিনয়ে ফিরতে চান তিনি। এ বিষয়ে দিতি বলেন, ‘আমি ভেবেছিলাম, আর হয় তো অভিনয় করবো না। কিন্তু চিকিৎসকরাই আমাকে দ্রুত কাজে ফেরার পরামর্শ দিয়েছেন। এটা আমার দ্রুত সুস্থতা নিশ্চিত করবে।’