সিরিয়া-গ্রিস, পোষ্য নিয়ে দীর্ঘ পথ পাড়ি কিশোরের

সিরিয়া-গ্রিস, পোষ্য নিয়ে দীর্ঘ পথ পাড়ি কিশোরের

পিঠে ছোট্ট একটা ব্যাগ। আর তাতে ঠাসা ‘বন্ধু’র জন্য খাবার আর জল। অন্যান্যদের মতোই যুদ্ধ a7sydasdasবিধ্বস্ত সিরিয়া ছেড়েছে আসলানও। ৫০০ কিলোমিটার পথ পেরিয়ে পৌঁছে গিয়েছে গ্রিসে। আপাত দৃষ্টিতে আসলানের কাহিনি সাধারণের মতো হলেও পার্থক্য একটাই। অন্যান্যদের মতো বাঁচার তাগিদ থাকলেও কিশোর আসলানের ছিল বাঁচানোরও তাগিদ। প্রাণে বাঁচতে যখন অনেকেই আপনজনকে ফেলে পালিয়েছে। সেখানে আসলানের নিজের জন্য ভাবার ফুরসতটুকুও মেলেনি। শুধু ভেবেছে কী করে বাঁচানো যাবে তার খেলার সঙ্গীকে। তার পোষ্য কুকুর ছোট্ট রোজ-কে। মাত্র ১৭ বছরের এক কিশোরের এ হেন মনোভাবে হতবাক সকলেই। আসলানের অবশ্য বক্তব্য, ‘‘আমি ওকে ভালবাসি। রোজ আমার খেলার সঙ্গী। ওর জন্য তো এইটুকু করবই।” নিজের জন্য এতটুকু না ভেবে রোজের জন্য ব্যাগ ভর্তি করে খাবার আর জল নিতেও ভোলেনি সে। পাছে রাস্তায় বন্ধুর খিদে পায়!
সম্প্রতি ফেসবুকে আসলান আর রোজের ভিডিও পোস্ট করেছে রাষ্ট্রপুঞ্জ। যা ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। পড়েছে ২০ লক্ষ লাইক। ভিডিওতে দেখা যাচ্ছে, খেলার ফাকে আসলান রোজকে জল খাওয়াচ্ছে। রাষ্ট্রপুঞ্জের সঙ্গে যোগাযোগ করে আসলানকে সাহায্যের জন্যও এগিয়ে এসেছেন অনেকে। সারা বিশ্ব যখন হিংসা আর মৃত্যুর খবরে জেরবার, দুই খুদের এই কাহিনি যেন জীবনের নতুন সংস্করণ। বন্ধুত্ব ও ভালবাসার নতুন সংজ্ঞা।

Featured আন্তর্জাতিক