প্রায় ১ দশমিক ৪৯ বিলিয়ন ছুঁয়েছে সামাজিক যোগাযোগ জায়ান্ট ফেইসবুকের ব্যবহারকারীদের সংখ্যা। আরও সহজ করে বললে বিশ্বের মোট জনসংখ্যার ২০ শতাংশ মানুষ মার্ক জাকারবার্গের সাইট ফেইসবুক ব্যবহার করে থাকেন।
ব্যবহারকারী বিবেচনায় অন্য কোনো সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফেইসবুকের ধারেকাছেও নেই। এই যখন বাস্তবতা তখন টুইটারের পক্ষ থেকে দাবী তোলা হয়েছে, ফেইসবুকের চেয়ে তারাই এগিয়ে!
দ্বিতীয় প্রান্তিকে টুইটার কর্তৃপক্ষ ঘোষণা দেয়, তারা ৩১৬ মিলিয়ন ব্যবহারকারী পেয়েছে। এই হিসেবে টুইটারের চেয়ে পাঁচ গুণ এগিয়ে ফেইসবুক। এমনকি, শেয়ার মুল্যমানের দিক থেকেও ফেইসবুকের ধারেকাছে নেই টুইটার। তা সত্ত্বেও ক্ষুদে ব্লগ লেখার সাইটটির চিফ ফিন্যান্সিয়াল অফিসার অ্যান্থনি নোটো দাবী করেছেন, ফেইসবুকের চেয়ে পিছিয়ে নেই তারা।
ডয়চে ব্যাংকের প্রযুক্তি সম্মেলনে এই দাবী করেছেন নোটো। তিনি আরও জানিয়েছেন, ‘মূল্যায়নের পদ্ধতি বিবেচনায় নিলে’ ফেইসবুকের সমান বা সম্ভবত এর চেয়ে বড় টুইটার।
তিনি জানান, ফেইসবুকের প্রতিবেদনে ১.৪ বিলিয়ন ব্যবহারকারীর কথা বলা হয়। তাদের হাতে ‘অন্য অডিয়েন্স’ নেই। কিন্তু আমাদের অন্য অডিয়েন্সও আছে। তবে তাদের নিয়ে আলোচনা হয় না। যদি ওইসব অ্যাডিয়েন্সকে বিবেচনায় আনা হয়, তবে টুইটার ফেইসবুকের চেয়েও বড়।
‘অন্য অডিয়েন্স’ বলতে নোটো ‘লগড-আউট’ ব্যবহারকারীদের ইঙ্গিত করেছেন। টুইটারে লগ-ইন না করে বা সাইটটিতে অ্যাকাউন্ট না থাকা সত্ত্বেও টুইটার বা টুইট ঘাঁটেন যারা তাদের লগড-আউট ব্যবহারকারী বলা হয়।
এর আগে জুলাই মাসে টুইটারের প্রধান নির্বাহী একদল বিশ্লেষকদের জানান, প্রতি মাসে টুইটারে ৫০ কোটি লগড-ইন ব্যবহারকারী ঢুঁ মেরে থাকেন। আর সিএনএন বা ইএসপিএনের মতো অংশীদারদের মাধ্যমে টুইট পড়ে থাকেন এর চেয়েও বেশি সংখ্যক মানুষ।