৬ মাসে ৮৫ বার গর্ভবতী আসামের নার্স!

৬ মাসে ৮৫ বার গর্ভবতী আসামের নার্স!

তিনি গভর্বতী হয়েছেন ৮৫ বার। তাও আবার মাত্র ৬ মাসে। আসামের লিলি বেগম লস্কর এই aisudjasdasকাজেই ব্যস্ত ছিলেন গত কয়েকমাস। কিন্তু, কিভাবে তা সম্ভব? আসলে টাকা রোজগারের জন্য অনেক কিছুই সম্ভব। যেমন এই লিলি বেগম লস্কর এই ৮৫ বার গর্ভবতী হওয়ায় রোজগার করে ফেলেছেন মোট ৪০,০০০ টাকা।
আসাম সরকারের স্কিম অনুযায়ী, কোনও মহিলা যদি গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে নিজের সন্তানের জন্ম দেন তাহলে তাকে ৫০০ টাকা পুরস্কার দেওয়া হবে। আর সেই সুযোগকেই কাজে লাগিয়েছেন তিনি। সূত্রের খবর, রেকর্ড অনুযায়ী একটি সরকারি ক্লিনিকে গত ৬ মাসে ১৬০ টি শিশুর জন্ম হয়েছে। তাদের মধ্যে অর্ধেকটাই লিলির একার। ওই স্বাস্থ্যকেন্দ্রেরই নার্স তিনি। আর তাতেই ৪০,০০০ টাকা এসেছে তার পকেটে।
করিমগঞ্জ জেলার স্বাস্থ্য আধিকারিক সরফরাজ হক জানিয়েছেন, সরকারের তরফে পরিদর্শন করতে যাওয়াতেই ধরা পড়ে এই ঘটনা। ওই স্বাস্থ্যকেন্দ্রের কিছু কর্মীর কাছ থেকেই খবর গিয়েছিল স্বাস্থ্য আধিকারিকের কাছে। এরপরই তারা পরিদর্শনে আসেন। জানা গেছে ওই স্বাস্থ্যকেন্দ্রে টাকার লেনদেনের ভার ছিল লিলির উপরেই। আর সেই সুযোগকেই কাজে লাগিয়েছেন তিনি। ইতিমধ্যে তাকে সাসপেন্ড করা হয়েছে। তিনি জানিয়েছেন, ‘আমরা নার্সরা উপযুক্ত পারিশ্রমিক পাইনা। তাই আমরা খুবই দারিদ্রের মধ্যে দিন কাটাই। সেইজন্যই এই কাজ করেছি। আমি এই কাজের জন্য দুঃখিত।’
সূত্র: Kolkata24x7

Featured আন্তর্জাতিক