চট্টগ্রাম থেকে কক্সবাজার হয়ে মিয়ানমারের সীমান্ত পর্যন্ত ১২৮ কিলোমিটার রেললাইন স্থাপনে প্রায় ৪৫ কোটি ডলার ব্যয় হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত।
বৃহস্পতিবার রাজধানীর রেল ভবনে এডিবির সহ-সভাপতি জিয়াওয়ু ঝাওয়ের সঙ্গে এক বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, চট্টগ্রামের দোহাজারী থেকে কক্সবাজার হয়ে মিয়ানমারের সীমান্ত গুন্দুম পর্যন্ত মোট ১২৮ কিলোমিটার মিটার গেজ রেল লাইন স্থাপন করা হবে।
“এই রেলপথ স্থাপনে প্রায় ৪৫ কোটি ডলার ব্যয় হবে, যার মধ্যে এডিবি দেবে ৩৫ কোটি ডলার। বাকি অর্থ সরকার যোগাবে।”
এছাড়া ৩৫ কোটি ডলারে আখাউড়া থেকে লাকসাম পর্যন্ত ৭১ কিলোমিটার মিটারগেজ লাইন স্থাপনেরও পরিকল্পনা নেওয়া হয়েছে বলে মন্ত্রী জানান।
তিনি বলেন, এ লাইন স্থাপনেও এডিবি ৯ কোটি ৫০ লাখ ডলার দেওয়ার আশ্বাস দিয়েছে।
এডিবির অর্থায়নে টঙ্গী থেকে ভৈরব পর্যন্ত ৬৪ কিলোমিটার মিটারগেজ রেলপথ নির্মাণের কাজ চলছে জানিয়ে তিনি বলেন, “বৈঠকে এ নির্মাণ কাজের অগ্রগতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন এডিবির প্রতিনিধিরা।”
সুরঞ্জিত বলেন, “এডিবি রেল খাতের উন্নয়নের জন্য প্রশাসনিক ও অবকাঠামোগত সংস্কার করতে বলেছে। আমরাও তাদের সঙ্গে একমত পোষণ করি।”