ইউরোপীয় ইউনিয়নের দুই শক্তিধর দেশ জার্মানি ও ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী ফ্রাঙ্ক-ভাল্টার স্টেইনমায়ার ও লরাঁ ফ্যাবিউস ‘ঐতিহাসিক’ এক যৌথ সফরে ঢাকা পৌঁছেছেন। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী আজ সোমবার সকাল ৮টায় বিমানবন্দরে তাদের স্বাগত জানান বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান।
ইউরোপীয় ইউনিয়নের প্রভাবশালী এই দুই দেশের পররাষ্ট্র মন্ত্রীর সফরকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে ঢাকা। দুইজনেরই সোমবার রাতে ঢাকা ছেড়ে যাওয়ার কথা রয়েছে।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জার্মান ও ফরাসি মন্ত্রী সরাসরি চলে যান সাভারে। সেখানে বংশী নদীতে নৌভ্রমণের মধ্য দিয়ে তারা বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব পর্যবেক্ষণ করবেন। জলবায়ু পরিবর্তনের প্রভাবের সঙ্গে মানিয়ে নিতে চলমান একটি প্রকল্পের কার্যক্রম দেখতে তাদের পটুয়াখালীতে যাওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে সূচিতে পরিবর্তন আনা হয়।
কিয়োটো প্রোটোকল তামাদি হয়ে যাওয়ায় বিশ্ব যখন আসন্ন প্যারিস জলবায়ু সম্মেলনে নতুন একটি চুক্তি দেখার অপেক্ষায়, তখনই বাংলাদেশে ইউরোপীয় দুই পররাষ্ট্রমন্ত্রীর এই সফর।
পটুয়াখালীতে লোহো ফ্যাবিউস ও ড. ফ্রাঙ্কভালটার স্টাইনমায়ার জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগ বাংলাদেশের মানুষ কীভাবে মোকাবিলা করছে তা সরেজমিন পর্যবেক্ষণ করবেন। পাশাপাশি স্থানীয় মানুষের জীবনের গল্প শুনবেন। সফররত দুই মন্ত্রী সোমবার দুপুরে ঢাকায় নবনির্মিত ফ্র্যাংকো-জার্মান চ্যান্সারি ভবনের উদ্বোধন করবেন ।
এই সফরকে যুগান্তকারী ঘটনা উল্লেখ করে আবুল হাসান মাহমুদ আলী জানান, তিনি (আবুল হাসান) যখন প্যারিস সফরে গিয়েছিলেন তখন ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী লোহো ফ্যাবিউস জানিয়েছেন, তারা দুইজন (ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী লোহো ফ্যাবিউস এবং জার্মান পররাষ্ট্রমন্ত্রী ড. ফ্রাঙ্কভালটার স্টাইনমায়ার) একসঙ্গে ঢাকা সফর করতে চান। সঙ্গে সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী প্রস্তাবটি লুফে নেন।
তিনি আরও জানান, এই দুইজন ইউরোপীয় ইউনিয়নের দুইটি প্রভাবশালী দেশের পররাষ্ট্রমন্ত্রী। তাদের দুইজনের একসঙ্গে বাংলাদেশ সফর ঢাকার জন্য যুগান্তকারী ঘটনা। এই সফরের মধ্য দিয়ে ইউরোপের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ও বিনিয়োগসহ সার্বিক বিষয়ের সম্পর্ক আরও শক্তিশালী হবে।