শাহজালাল সার কারখানার পরীক্ষামূলক উৎপাদন শুরু

শাহজালাল সার কারখানার পরীক্ষামূলক উৎপাদন শুরু

সিলেটের ফেঞ্চুগঞ্জে অবস্থিত দেশের বৃহতম সার কারখানা নামে খ্যাত শাহজালাল সার কারখানায় 8ausjkdasগত শনিবার রাত থেকে পরীক্ষামূলক সারের উৎপাদন শুরু হয়েছে।
শাহজালাল সার কারখানার প্রকৌশল বিভাগের ব্যবস্থাপক কাজী রুহুল আমিন বলেন, ‘গত শনিবার রাতে কিছুটা উৎপাদন হলেও রবিবার দিনের বেলা কোন উৎপাদন হয়নি। তবে আমরা আশা করছি, রবিবার রাত থেকে পরীক্ষামূলক উৎপাদন শুরু করতে পারব।’
অন্যদিকে, উক্ত সার কারখানার প্রশাসন বিভাগের ব্যবস্থাপক শরিফুল ইসলাম বলেন, ‘শনিবার রাতে কিছু ক্যাজুয়াল প্রডাকশন হয়েছে। মূলত আজ রাত থেকে পরীক্ষামূলক উৎপাদন শুরু হবে।’
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়- আগস্টের মাঝামাঝি সময় থেকে নবনির্মিত এ কারখানাটির আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের কথা ছিল সেপ্টেম্বরে। তবে যান্ত্রিক ত্রুটির কারণে এ সার কারখানাটিতে পরীক্ষামূলক উৎপাদন পিছিয়ে যায়।
চীন এবং বাংলাদেশ সরকারের অর্থায়নে নির্মিত শাহজালাল সার কারখানাটির প্রযুক্তিগত কারিগরি সহায়তা দিচ্ছে আমেরিকা, জাপান এবং নেদারল্যান্ডস।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মতে, কারখানাটি চালু হলে প্রতি বছর গড়ে ৫ লাখ ৮০ হাজার ৮০০ টন ইউরিয়া সার এবং ৩ লাখ ৩০ হাজার টন অ্যামোনিয়া সার উৎপাদন করা সম্ভব হবে।

Featured অর্থ বাণিজ্য