চীনে এ্যাপল স্টোর সাইবার হামলার শিকার হয়েছে। আইফোন ও আইপ্যাড ব্যবহারকারীরা জানিয়েছেন, এ্যাপল স্টোরের অনেক এ্যাপ্লিকেশন থেকে ভাইরাস ছড়াচ্ছে। দ্রুত ওই ভাইরাসগুলো সরিয়ে ফেলার ঘোষণা দিয়েছে এ্যাপল কর্তৃপক্ষ। ধারণা করা হচ্ছে, এ্যাপলের এ্যাপ স্টোরে এটাই এ যাবতকালের সবচেয়ে বড় ধরনের সাইবার হামলার ঘটনা।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এ্যাপল কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের একটি সফটওয়্যার জাল করে এর সাথে ভাইরাসজাতীয় কোড যুক্ত করে হ্যাকাররা এ ঘটনা ঘটিয়েছে।
‘এক্সকোড ঘোস্ট’ নামক এক প্রোগ্রামের মাধ্যমে হ্যাকাররা ডিভাইস থেকে তথ্য সংগ্রহ করছে বলে জানানো হয়েছে।
জনপ্রিয় ‘উই চ্যাট’ এ্যাপ, একটি মিউজিক ডাউনলোডিং এ্যাপ ও একটি ভাড়ায় কার খোঁজার এ্যাপে ভাইরাস ছড়ানো হয়েছে।
মার্কিন প্রতিষ্ঠানটির এক নারী মুখপাত্র জানিয়েছেন, ক্ষতিগস্ত এ্যাপসগুলো সরিয়ে ফেলা হয়েছে।
চলতি মাসের শুরুতে চীনে ২ লাখ ২৫ হাজারেরও বেশি এ্যাপল এ্যাকাউন্ট থেকে নাম ও পাসওয়ার্ড চুরি করে হ্যাকাররা।