নেতাজির পরিবারের সদস্যদের সরকারি বাসভবনে আমন্ত্রণ

নেতাজির পরিবারের সদস্যদের সরকারি বাসভবনে আমন্ত্রণ

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেতাজি সুভাষচন্দ্র বসুর পরিবারের সদস্যদের অক্টোবরে নিজেরasdhajsd সরকারি বাসভবনে আমন্ত্রণ জানিয়েছেন। আজ রবিবার রেডিওতে দ্বাদশ ‘মন কি বাত’-এ এই ঘোষণা করে দিয়েছেন তিনি। তিনি বলেন, মে মাসে কলকাতায় আমি সুভাষচন্দ্র বসুর পরিবারের সঙ্গে দেখা করেছিলাম। আমি তাদের সে সময় ৭ নম্বর রেসকোর্স রোডে আমন্ত্রণ জানাই।
মোদি বলেন, এটি আমার জন্য খুবই আনন্দের যে, আমি এই পরিবারকে আমার বাসভবনে আমন্ত্রণ করতে পারছি। তারা বিভিন্ন দেশ থেকে আসছেন। অক্টোবরে বসু পরিবারের পঞ্চাশ জন সদস্য প্রধানমন্ত্রী নিবাসে আসছেন। তবে মোদি কেন্দ্রীয় সরকারের কাছে থাকা নেতাজির অন্তর্ধান সংক্রান্ত গোপন ফাইল প্রকাশের ব্যাপারে কোনো কথা বলেননি।
পশ্চিমবঙ্গ সরকার নেতাজি সংক্রান্ত গোপন নথি প্রকাশ করার পর ভারতের কেন্দ্রীয় সরকারের ওপরও চাপ বেড়েছে। বিভিন্ন মহল থেকে অবিলম্বে নেতাজি সংক্রান্ত সব গোপন ফাইল প্রকাশ করার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে দাবি জানানো হচ্ছে।

Featured আন্তর্জাতিক