ঈদে দেশব্যাপী বিশেষ নিরাপত্তায় র‌্যাব

ঈদে দেশব্যাপী বিশেষ নিরাপত্তায় র‌্যাব

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দেশব্যাপী র‌্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলেajskdasdas জানিয়েছেন র‌্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজির আহমেদ। তিনি বলেন, নিরাপত্তায় সাদা পোশাকেও র‌্যাব সদস্যরা কাজ করছেন।

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা ১২টায় কমলাপুর রেলস্টেশনে ঈদ নিরাপত্তা নিয়ে র‌্যাবের বিশেষ সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

বেনজির আহমেদ বলেন, অন্য বছরের ন্যায় এবারো দেশব্যাপী কয়েকস্তরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ৠাব।

তিনি জানান, ঢাকাসহ দেশের গুরুত্বপূর্ণ পশুর হাট, পশু পরিবহন, গার্মেন্টস শিল্প, বিপণিবিতান, বাস-রেল স্টেশন, লঞ্চ টার্মিনাল এবং ফেরিঘাটে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এসব স্থানে নিরাপত্তা নিশ্চিত করতে পর্যাপ্ত সংখ্যক ৠাব সদস্য মোতায়েন থাকবে।

দেশবাসী যেনো নির্ভয়ে গরুর হাটে কোরবানির পশু কেনাবেচা করতে পারেন সেজন্য র‌্যাব সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি ইউনিফর্মে নিরাপত্তা প্রদানের মাধ্যমে চাঁদাবাজী, ছিনতাইকারী ও টিকিট কালোবাজারিদের আটকের ব্যবস্থা জোরদার করেছে।

এছাড়াও কোরবানির পশু অতিদ্রুত গন্তব্যে পাঠানোর সহায়তাসহ কাঁচাচামড়া পাচার রোধে বহির্গমন মহাসড়কগুলোতে চেকপোস্ট স্থাপন এবং নদী পথে নৌ-টহলের ব্যবস্থা করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

এছাড়া ঈদের দিন ও পরবর্তী এক সপ্তাহ ঢাকাসহ বিভিন্ন ওয়ার্ডভিত্তিক তথ্য সংগ্রহের মাধ্যমে জোর করে যারা চামড়া কিনবেন তাদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

গত ১৬ সেপ্টেম্বর থেকে ৠাব এ নিরাপত্তা ব্যবস্থা শুরু হয়েছে, যা চলবে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।

Featured বাংলাদেশ