ইউজিসি কর্মকর্তার অভিযোগ তদন্তে কমিটি

ইউজিসি কর্মকর্তার অভিযোগ তদন্তে কমিটি

মেডিকেল কলেজে ভর্তির প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত সন্দেহে ৠাবের হাতে আটক বিশ্ববিদ্যালয় uaysjdasdমঞ্জুরী কমিশনের (ইউজিসি) কর্মকর্তা ওমর সিরাজের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ তদন্তে কমিটি গঠন করা হয়েছে।

গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে মেডিকেল ভর্তি পরীক্ষার আগে রাজধানীর আগারগাঁও এলাকা থেকে ইউজিসির বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগের সহকারী পরিচালক ওমর সিরাজসহ তিন জনকে আটক করে র‌্যাব।

ওই দিন রাতেই ওমর সিরাজকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করে ইউজিসি।

প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত সন্দেহে তাদের আটক করা হয় বলে ওই দিন জানিয়েছে র‌্যাব। ওমর সিরাজ ইউজিসিতে একটি কেন্দ্র খুলে প্রশ্ন ফাঁসের কার্যকলাপ পরিচালনা করে আসছেন বলে অভিযোগ রয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) ইউজিসির উপ-সচিব (জনসংযোগ) মো. ওমর ফারুখ জানান, তার (ওমর সিরাজ) বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলোর বিষয়ে তদন্ত করে সাত কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করার জন্য বলেছে কমিশন।

ইউজিসি সদস্য অধ্যাপক ড. আবুল হাশেমকে আহ্বায়ক করে গঠিত কমিটির সদস্যরা হলেন- ইউজিসি সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ ইউসুফ আলী মোল্লা, সচিব মো. খালেদ এবং যুগ্ম-সচিব (প্রশাসন) মো. ফখরুল ইসলাম।

রোববার (২০ সেপ্টেম্বর) ২০১৫-১৬ শিক্ষাবর্ষে দেশের সব মেডিকেল ও ডেন্টাল কলেজে এমবিবিএস/বিডিএস কোর্সে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়।

এতে মোট ৮২ হাজার ৯৬৪ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছেন ৪৮ হাজার ৪৪৮ শিক্ষার্থী। শতকরা হিসেবে পাসের হার ৫৮ দশমিক ৪ শতাংশ।

Featured বাংলাদেশ