পুতিন ও বার্লুসকোনিকে দামী ওয়াইন খাওয়ানোতে মামলা

পুতিন ও বার্লুসকোনিকে দামী ওয়াইন খাওয়ানোতে মামলা

ক্রাইমিয়ায় ২৪০ বছরের পুরোনো এক বোতল ওয়াইন রুশ প্রেসিডেন্ট ভ­াাদিমির পুতিন এবং সাবেকasoiudhiasd ইতালীয় প্রধানমন্ত্রী সিলভিও বার্লুসকোনিকে পান করানোর পর ওই মদের কারখানার পরিচালকের বিরুদ্ধে মামলা করতে যাচ্ছে ইউক্রেন।
ইউক্রেনের কৌঁসুলিরা বলছেন, ওই প্রাচীন ওয়াইনের বোতলটির বাজার মূল্য ছিল ৯০ হাজার ডলারেরও বেশি। তবে সমস্যা হলো, যেখানে এই ঘটনাটি ঘটেছে, ক্রাইমিয়ার সেই মাসান্ড্রা ওয়াইনারি এখন আর ইউক্রেন সরকারের সম্পত্তি নয়। ২০১৪ সালের মার্চ থেকেই ক্রাইমিয়া রাশিয়ার দখলে। সেখানে ইউক্রেনের আইন এখন অচল।
ভ­াদিমির পুতিন ও সিলভিও বার্লুসকোনির বন্ধুত্ব দীর্ঘদিনের যা বার্লুসকোনির প্রধানমন্ত্রিত্ব হারানোর পরও অটুট রয়েছে। গত সপ্তাহে তারা ক্রাইমিয়ার অবকাশ যাপনে গিয়ে সেখানকার প্রাচীন নিদর্শন দেখতে বেরোন।
এক পর্যায়ে তারা ক্রাইমিয়ার বিশ্বখ্যাত ওয়াইন উৎপাদনকারী মাসান্ড্রাতে যান। সেখানে বহু বছরের পুরোনো ধূলোয়-ঢাকা ওয়াইনের বোতলের সংগ্রহ তাদের দেখান ওয়াইনারির প্রধান ইয়ানিনা পাভলেংকো।
এক সময় ১৭৭৫ সালের একটি পুরোনো বোতলের দিকে ইঙ্গিত করে বার্লুসকোনি ইংরেজিতে প্রশ্ন করেন- ‘এটা কি পান করা সম্ভব?’ ‘হ্যাঁ’- জবাব দেন পাভলেংকো।
একজন প্রত্যক্ষদর্শী বলেছেন, এরপর পাভলেংকো বোতলটির ছিপি খোলেন। তার পর বোতলটির কি হয়েছে তা স্পষ্ট জানা যায়নি, তবে ওই ওয়াইন খেয়ে ফেলা হয়েছে বলেই ধারণা করা হয়।
ইউক্রেনের কৌঁসুলিরা বলছেন, তারা এই ঘটনার সংবাদচিত্র রুশ টেলিভিশনে দেখার পর মিজ পাভলেংকোর বিরুদ্ধে সম্পদ তছরুপের মামলা করতে যাচ্ছেন।
‘কারণ এটি ছিল পাঁচ বোতল দুষ্প্রাপ্য ওয়াইনের এক সংগ্রহের অংশ- যা শুধু মাসান্ড্রা বা ক্রাইমিয়াই নয়, বরং ইউক্রেনের জনগণের ঐতিহ্যের অংশ।’ বার্তা সংস্থা এপিকে বলেন কৌঁসুলি নজর খোলোদিনস্কি।
তিনি আরও বলেন, ২০০১ সালে একই ধরনের দুই বোতল ওয়াইন লন্ডনে এক নিলামে বিক্রি হয় ৪৯ হাজার ডলারেরও বেশি দামে। সূত্র : বিবিসি বাংলা

Featured আন্তর্জাতিক