প্রিমিয়ার লিগে একের পর এক অঘটন ঘটিয়েই চলেছে ওয়েস্ট হ্যাম৷ আর্সেনাল-লিভারপুলের পরে ম্যানচেস্টার সিটিকেও হারিয়ে দিল ওয়েস্ট হ্যাম ৷ প্রিমিয়ার লিগে শীর্ষে রয়েছে ম্যান সিটি ৷ রীতিমতো অঘটন ঘটিয়ে ওয়েঙ্গারের ছেলেদের ২-১ গোলে হারিয়ে দিয়েছে ওয়েস্ট হ্যাম৷
লিগের প্রথম ৫ রাউন্ডে শতভাগ সাফল্য নিয়ে গতকালশনিবার রাতে ঘরের মাঠে খেলতে নামে সিটি। ষষ্ঠ মিনিটে দূরপাল্লার এক শটে স্বাগতিকদের হতবাক করে দেন নাইজেরিয়ার মিডফিল্ডার ভিক্তর মোজেস। ২০ গজ দূর থেকে তার জোরালো কোনাকুনি শটটি পোস্টের কোল ঘেঁষে জালে জড়ায়।
সমতায় ফিরতে মরিয়া সিটি ধীরে ধীরে প্রতিপক্ষের রক্ষণে চাপ বাড়াতে থাকে। অধিকাংশ সময় বলের দখলও ছিল তাদের। কিন্তু খেলার ধারার বিপরীতে ৩১তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন দিয়াফ্রো সাখো। কাছ থেকে বল জালে জড়ান সেনেগালের এই স্ট্রাইকার। প্রথমার্ধের যোগ করা সময়ে একটি গোল শোধ করে ম্যাচে ফেরার সম্ভাবনা জাগায় সিটি। আগুয়েরোর বাড়ানো বল ধরে ২০ গজ দূর থেকে জোরালো শটে লক্ষ্যভেদ করেন এই মৌসুমেই ভলফসবুর্গ থেকে ইতিহাদের দলটিতে যোগ দেওয়া ডি ব্রুইন।
দ্বিতীয়ার্ধের পুরোটা সময় ওয়েস্ট হ্যামের জাল অক্ষত রাখা স্প্যানিশ গোলরক্ষক আদ্রিয়ান বেশ কয়েকটি অসাধারণ সেভ করেন।
এই জয়ে ৬ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে ওয়েস্ট হ্যাম। শীর্ষে থাকা সিটির পয়েন্ট ১৫।