পিতার নেতৃত্বে স্বাধীন রাষ্ট্র, কন্যার সমুদ্রে অর্জন বিরল: স্বপন

পিতার নেতৃত্বে স্বাধীন রাষ্ট্র, কন্যার সমুদ্রে অর্জন বিরল: স্বপন

পিতার নেতৃত্বে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ এবং কন্যার নেতৃত্বে সমুদ্রের অধিকার অর্জন বিশ্বের ইতিহাসে বিরল বলে মন্তব্য করেছেন তরুণ আওয়ামী লীগ নেতা আবু সাঈদ আল মাহমুদ স্বপন।

বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৩তম জন্মদিনের তাৎপর্য তুলে ধরতে গিয়ে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাংলানিউজকে বলেন, ‘আমরা একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের সম্মানিত নাগরিক। এর পরিপূর্ণ অবদান ও কৃতিত্ব জাতির পিতার।’

স্বপন বলেন, ‘তিনি বাঙালি জাতিকে স্বাধীনতার স্বপ্ন দেখিয়েছিরেন, স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত করেছিলেন। তিনি নেতৃত্ব দিয়ে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠা করেন। তাঁর অবদান জাতি চিরদিন স্মরণ করবে।’

‘এবার বঙ্গবন্ধুর জন্মদিনের বিশেষ তাৎপর্য হলো তাঁর কন্যা মহান প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর সমুদ্রে বাংলাদেশের অধিকার প্রতিষ্ঠা করেছেন।’

তরুণ এই নেতা বলেন, ‘পিতার নেতৃত্বে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছে, কন্যার নেতৃত্বে সমুদ্রসীমার অধিকার প্রতিষ্ঠা হয়েছে। বিশ্বের ইতিহাসে এ ধরনের বিজয়ের ঘটনা বিরল।’

‘এ বিজয় বঙ্গবন্ধুর, এ বিজয় শেখ হাসিনার, এ বিজয় বাঙালির।’

রাজনীতি