ইরানে আকস্মিক বন্যায় ১০ জনের প্রাণহানি

ইরানে আকস্মিক বন্যায় ১০ জনের প্রাণহানি

ইরানের বিভিন্ন অঞ্চলে আকস্মিক বন্যায় কমপক্ষে ১০ জনের প্রাণহানি হয়েছে বলে বিভিন্নas7dasudas আন্তর্জাতিক গণমাধ্যমে জানা গেছে। রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে আজ শনিবার বলা হয়েছে, তেহরানের দক্ষিণ-পূর্বাঞ্চলের পাকদাশত নগরীতে শুক্রবার একটি নদীর তীরে পিকনিক করছিল একদল লোক। ঠিক তখনই নদীর দু’কুল ছাপিয়ে বন্যার সৃষ্টি হয়। এ সময় ছয় জনের মৃত্যু হয়।
এছাড়া ইরানের দক্ষিণাঞ্চলের হরমোজগান এলাকায় শুক্রবার বন্যায় দুই শিশুসহ চারজনের প্রাণহানি হয়েছে। খবরে বলা হয়, তারা বন্যা দেখতে একটি নদীর তীরে জড়ো হয়েছিল। এক পর্যায়ে তারা বন্যার পানিতে ভেসে যায়। ইরানের ১০ টি প্রদেশে বন্যার খবর পাওয়ার পর কর্তৃপক্ষ স্থানীয় বাসিন্দাদের নদী থেকে দূরে থাকার সতর্কবাণী করেছে।

Featured আন্তর্জাতিক