আ’লীগ জনগণের দালাল : নাসিম

আ’লীগ জনগণের দালাল : নাসিম

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা মোহাম্মদ নাসিম বিএনপিকে উদ্দেশ করে বলেন, আমরা বাইরের দেশের দালাল নই, আমরা বাংলাদেশের জনগণের দালাল।

শুক্রবার বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কার্যালয়ে ওলামা লীগ আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৩তম জন্মদিন উপলক্ষে আলোচনা ও দোয়া মহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নাসিম বলেন, ‘বিএনপি বলে আমরা নাকি নতজানু পররাষ্ট্রনীতিতে বিশ্বাসী। অথচ মিয়ানমারের সঙ্গে সমুদ্রসীমা নিয়ে বিজয়ই প্রমাণ করে আওয়ামী লীগ নতজানু পররাষ্ট্রনীতিতে কখনো বিশ্বাসী নয়।’

তিনি বলেন, ‘বাংলাদেশের সবাই পেপার-পত্রিকা পড়ে না, তাই এই দিনটিকে স্মরণীয় করতে সরকারি ছুটির ঘোষণা করতে হবে। তাহলে দেশের মানুষ এ দিন সম্পর্কে জানবে এবং আনন্দ উল্লাস করবে।’

তিনি আরো বলেন, ‘মিয়ানমারের সঙ্গে আমাদের টেবিলের মাধ্যমে মীমাংসা হয়নি। তাই আমরা আন্তর্জাতিক আদালতে গিয়েছিলাম। আন্তর্জাতিক আদালত আমাদের পক্ষে রায় দিয়েছেন। সেজন্য শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই।’

নাসিম বলেন, ‘বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না। কিন্তু কিছু বেঈমান ও বিশ্বাসঘাতক বঙ্গবন্ধুকে হত্যা করেছে।’

বঙ্গবন্ধু সম্পর্কে নাসিম বলেন, ‘বঙ্গবন্ধু হিমালয়ের চেয়ে উঁচু চিরঞ্জীব ও মহান। তাই আমাদের মতো নগণ্য ব্যক্তিরা তার সম্পর্কে আর কি বলবে?’

সংগঠনের সভাপতি মাওলানা ইলিয়াস হোসাইন দ্বীন হেলালীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক আবদুল হক সবুজ, প্রজন্ম লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আমিরুল ইসলাম স্বপ্ন প্রমুখ।

রাজনীতি