নৌপরিবহণমন্ত্রী শাজাহান খান বলেছেন, “আগামী সোমবার থেকে শিমুলিয়া-কাওরাকান্দি নৌরুটে ফেরি চলাচল পুরোপরি স্বাভাবিক হচ্ছে।”
শনিবার সকাল সাড়ে ১০টার দিকে মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাট পরিদর্শনকালে সাংবাদিকদের এ কথা জানান নৌমন্ত্রী।
তিনি জানান, ঈদে ঘরমুখী মানুষ শিমুলিয়া ঘাট দিয়ে নির্বিঘ্ণে যাতায়াত করতে পারবে।
শিমুলিয়া-কাওরাকান্দি রুটে বর্তমানে দুটি চ্যানেল দিয়ে ওয়ানওয়ে পদ্ধতিতে দুটি ফেরি চলাচল করছে। এর মধ্যে পালেরচর-মাঝিকান্দি চ্যানেল দিয়ে ফেরি যাচ্ছে কাওরাকান্দি ঘাটে। অপরদিকে লৌহজং-হাজরা চ্যানেল দিয়ে ফেরি যাচ্ছে শিমুলিয়া ঘাটে।
বর্তমানে তিনটি রো রো ফেরি, পাঁচটি কে-টাইপ ফেরি ও দুটি ডাম্প নিয়ে মোট ১০টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। আর এ ফেরিগুলো চলাচল করছে দুটি নৌ-চ্যানেল দিয়ে ওয়ানওয়ে পদ্ধতিতে।
লৌহজং টার্নিং পয়েন্টে নাব্যতা সংকট স্বাভাবিক না হওয়ায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দুটি চ্যানেল ব্যবহার করে শিমুলিয়া-কাওরাকান্দি নৌরুট চালু রেখেছে।