রিয়াল মাদ্রিদের হয়ে আরেকটি ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে দলটির তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো। শনিবার লা লীগায় গ্রানাডাকে আতিথেয়তা দেবার ম্যাচে রিয়াল মাদ্রিদ তারকা রোনালদোর সামনে ক্লাবটির সর্বকালের সেরা গোলদাতা হবার হাতছানি।
আনুষ্ঠানিক তথ্য অনুযায়ী রিয়ালের হয়ে চারশ’র বেশি ম্যাচ খেলে রাউল গঞ্জালেস এর ৩২৩ গোলের রেকর্ড থেকে মাত্র দুই গোলে পিছিয়ে রয়েছেন রোনালদো। তবে ক্লাবের দাবি রাউলের চেয়ে মাত্র এক গোলে পিছিয়ে রয়েছেন রোনালদো। কারণ ২০১০ সালে রোনালদোর দেয়া একটি গোল রেফারির রিপোর্টে পেপের নামের পাশে লেখা হয়েছে।
এদিকে বিশ্বের বর্ষসেরা ফুটবলারের খেতাব পাওয়া রোনালদো কিছুটা ধীর স্থিরভাবে শুরু করায় ব্যাপাক সমালোচনার মধ্যে পড়েছিলেন। তবে এ সময় তিনি চুপচাপ ছিলেন। মাদ্রিদের বিপক্ষে প্রথম দু’টি এবং পর্তুগালের পক্ষে দুই ম্যাচে তিনি ব্যর্থ হয়েছেন।
তবে ৫ মাসের মধ্যে একই টুর্নামেন্টে দ্বিতীয়বারের মতো ৫ গোল আদায় করেছেন রোনালদো। গত সপ্তাহের শেষ ভাগে এস্পানিয়লকে ৬-০ গোলে উড়িয়ে দেয়া ম্যাচে ৫ গোল করেন রোনালদো একাই। গত এপ্রিলে এই সান্টিয়াগো বার্নব্যুতেই গ্রানাডাকে ৯-১ গোলে বিধ্বস্ত করেছিল রিয়াল। সে ম্যাচেও রোনালদো করেছিলেন ৫ গোল।
সপ্তাহের মধ্যভাগে শাখতার দোনেৎস্ক এর বিপক্ষে ক্যারিয়ারের ৩৩তম হ্যাটট্রিক আদায় করার পর রোনালদো বলেছিলেন, ‘আমি খুবই খুশি। নিজেকে এই অবস্থানে পৌঁছাতে পেরে আমি গর্ববোধ করছি। এজন্য আমি আমার দলকে ধন্যবাদ জানাই, যারা আমাকে এই অবস্থানে পৌঁছে দেয়ার ক্ষেত্রে দারুণভাবে সহযোগিতা করেছে।’
তিনি সমালোচকদের একটু খোঁচা দিয়ে বলেন, ‘আগে (গোল করতে না পারায় ) আমি খারাপ লোক ছিলাম। এখন অবশ্য ভাল লোক, কারণ আমি আট গোল করেছি। অবশ্য আমার সতীর্থদের পূর্ণ আস্থা আমার ওপর রয়েছে। তারা আমাকে গোল করার জন্য পুরোদমে সহায়তা দিয়ে যাচ্ছে।’
এদিকে ইনজুরির কারণে সতীর্থ প্লে-মেকার গ্যারেথ বেল ও জেমস রদ্রিগুয়েজ সাইডলাইনে চলে যাওয়ায় আসন্ন ম্যাচে গোল আদায় করা রোনালদোর জন্য কঠিন হবে। শাখতারের বিপক্ষে ৪-০ গোলে জয় পাওয়া ম্যাচে কাফ ইনজুরির কবলে পড়েন বেল। যে কারণে অন্তত দুই সপ্তাহ সাইডলাইনে কাটাতে হবে তাকে।
কাঁধের ইনজুরির কারণে সার্জিও রামোসকেও মাঠে পাবে না রিয়াল মাদ্রিদ। তবে সপ্তাহের মধ্যভাগে পায়ের গোঁড়ালির ইনজুরিতে পড়া রাফায়েল ভারানে পুরোপুরি সুস্থ হয়ে গেছেন। রক্ষণভাগে পেপেকে সহায়তার জন্য গিনি পুরোপুরি প্রস্তুত।
শনিবারের ম্যাচে একটি জয় অন্তত ২৪ ঘন্টার জন্য পয়েন্ট তালিকার শীর্ষে পৌঁছে দেবে রিয়ালকে। কারণ রোববারের আগে শীর্ষ পয়েন্টধারী বার্সেলোনার কোনো খেলা নেই। রোববার নিজ মাঠে লেভান্তের বিপক্ষে খেলবে বার্সা।
তবে মৌসুমের বাকি সময়ের জন্য রাফিনহাকে ছাড়াই খেলতে হবে বার্সেলোনাকে। কারণ গত বুধবার রোমার বিপক্ষে ১-১ গোলে ড্র হওয়া ম্যাচে লিগামেন্টে গুরুতর আঘাত পেয়েছেন তিনি। আসন্ন ম্যাচে ডিফেন্ডার গেরার্ড পিকে, থমাস ভার্মালেন, ডেনিয়েল এলভিস এবং গোলরক্ষক ক্লদিও ব্রাভোকেও পাচ্ছেননা বার্সা বস লুইস এনরিখ।
এদিকে নিখুঁত জয় নিয়ে মৌসুম শুরু করতে ব্যর্থ হয়েছে লা লীগার আরেক জায়ান্ট অ্যাটলেটিকো মাদ্রিদ। গত সপ্তাহের শেষভাগে ভিসেন্তে কলডেরনে তারা ২-১ গোলে হার মেনেছে বার্সার কাছে। তবে চ্যাম্পিয়ন্স লীগে গিয়ে ওই ব্যর্থতা থেকে দারুণভাবে বেরিয়ে এসেছে দিয়েগো সিমিওনের শিষ্যরা। মঙ্গলবার তারা পরাজিত করেছে গালাতাসারেকে। শনিববার লস রোজিব্লাঙ্কোর এইবার সফরটি তাদেরকে জয়ের ধারায় ফিরিয়ে আনবে বলে আশা করা হচ্ছে। অবশ্য বস্কের এই দুর্বল দলটি চলতি মৌসুমে এখনো পর্যন্ত লীগে অপরাজিত আছে।
অপরদিকে সেভিয়া অপেক্ষায় আছে লীগে প্রথম জয় পাবার। এক্ষেত্রে তাদের অনুপ্রেরণা যোগাচ্ছে সপ্তাহের মধ্যভাগে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স লীগের ম্যাচে ৩-০ গোলে বরুশিয়া মনচেংগ্লাডবাচকে হারানো। আর চ্যাম্পিয়ন্স লীগে অংশ নেয়া লা লীগার একমাত্র দল হচ্ছে ভ্যালেন্সিয়া যারা ইউরোপীয় মিশন শুরু করেছে হার দিয়ে। মার্শেইতে অনুষ্ঠিত রোমাঞ্চকর ম্যাচে তারা জেনিথ সেন্ট পিটাসবার্গের কাছে হার মানে ৩-২ গোলে। শনিবার রিয়াল বেতিসের বিপক্ষে ম্যাচে ভালো করার অপেক্ষায় রয়েছে ভ্যালেন্সিয়া।
ঘরোয়া লিগের প্রথম তিন ম্যাচে ব্যর্থতার আবর্তে ঘুরতে থাকা ডেভিড ময়েসের রিয়াল সোসিদাদ শনিবার নিজ মাঠে খেলবে এস্পানিয়লের বিপক্ষে। -সংবাদ সংস্থা