ইংল্যান্ডকে হারাতে আত্মবিশ্বাসী পাক কোচ

ইংল্যান্ডকে হারাতে আত্মবিশ্বাসী পাক কোচ

সংযুক্ত আরব আমিরাতে ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টেস্ট সিরিজে নিজ দলের জয়ের iujosadadsaব্যপারে আত্মবিশ্বাসী পাকিস্তান দলের প্রধান কোচ ওয়াকার ইউনিস।

ইংলিশ ব্যাটসম্যানের কাবু করতে পাকিস্তান স্পিনারদের ওপরই বেশি নির্ভর করবে বলেও ইঙ্গিত দেন সাবেক এ অধিনায়ক।

জিও সুপার চ্যানেলকে ওয়াকার বলেন, ‘জিম্বাবুয়ের বিপক্ষে সীমিত ওভারের সিরিজের চেয়ে আমরা এখন ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচের দিকেই বেশি নজর দিচ্ছি। এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি সিরিজ এবং আমার একমাত্র চাওয়া গত বছর অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে দলের ফর্মের পুনরাবৃত্তি।’
পাকিস্তান টেস্ট দলটি স্থিতিশীল ও ভারসাম্যপূর্ণ বলেও উল্লেখ করেন তিনি।

ওয়াকার বলেন, ‘অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে যেভাবে খেলেছি তার পুনরাবৃত্তি ঘটাতে পারলে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের বিষয়েও আমি আত্মবিশ্বাসী। সংযুক্ত আরব আমিরাতের পিচের সঙ্গে আমরা অভ্যস্ত এবং টেস্ট ক্রিকেটে ইউনিস খান, মিসবাহ উল হক এবং আজহার আলীর সেঞ্চুরিগুলো হিসাব করলে আমি মনে করি আমরা ভালো করতে পারি।’

একই ভেন্যুতে ইংল্যান্ডকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করার মুখ্য কারিগর অফ স্পিনার সাঈদ আজমলের অনুপস্থিতি পাকিস্তান অনুভব করবে না বলেও জানান ওয়াকার।

তিনি বলেন, ‘আমি মনে করি আমাদের স্পিনাররা বিশেষ করে ইয়াসির শাহ ও জুলফিকার বাবর সাম্প্রতিক ম্যাচগুলোতে খুবই ভালো করেছে এবং তারা আমাদের জন্য একই অব্যাহত রাখবে বলে আমি বিশ্বাস করি। তারা ইংল্যান্ডের বিপক্ষে ইতোপুর্বে টেস্ট ম্যাচ খেলেছে।

‘তবে আমাদের দলে তাদের ব্যাকআপ হিসাবে ভালো মানের আরো দুইজন স্পিনার রয়েছে।’

টেস্ট সিরিজের জন্য ১৬তম খেলোয়াড় হিসেবে দুই বাঁ-হাতি স্পিনার জাফর গোহার অথবা মোহাম্মদ আসগরের মধ্য থেকে একজনকে দলভুক্ত করার ঘোষণা দিয়েছে টিম ম্যানেজমেন্ট।

ওয়াকার বলেন, ‘স্পিন ভাণ্ডার পর্যাপ্তের চেয়েও বেশি বলে আমি মনে করি এবং পিচগুলো তাদের জন্য সহায়ক হবে। দুবাইর পিচ কিছুটা ভিন্নধর্মী। তবে একই সঙ্গে আমাদের পেস ভাণ্ডারও নির্ভরযোগ্য।’

নিজ মাঠে সম্প্রতি অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাশেজ সিরিজ জয় করা ইংল্যান্ড দলকে যথেষ্ট সমীহ করেন বলেও জানান তিনি।

ওয়াকার বলেন, ‘তাদের দলে ভালে মানের কিছু খেলোয়াড় রয়েছে। তবে সংযুক্ত আরব আমিরাতের কন্ডিশন তাদের জন্য ভিন্ন হবে বলে আমি মনে করি। কিন্তু পাকিস্তানের মাটিতে খেলতে না পারার কারণে আমাদের খেলোয়াড়দের জন্য এটা দ্বিতীয় হোমের মতো।’ –সংবাদ সংস্থা

Featured খেলাধূলা