পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ রেলওয়ে আগামীকাল শনিবার ঘরমুখো যাত্রীদের জন্য ২৪ সেপ্টেম্বর যাত্রার অগ্রিম টিকেট বিক্রি করবে। আজ শুক্রবার ঢাকার কমলাপুর ও চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে ২৩ সেপ্টেম্বরের যাত্রার অগ্রিম টিকেট বিক্রি করা হয়। রেলওয়ে সূত্র এ কথা জানায়।
কমলাপুর রেলওয়ে স্টেশনে টিকেট বিক্রি কার্যক্রম সুষ্ঠুভাবে চলছে। রেলওয়ে কর্মকর্তাদের তত্ত্বাবধানে সকাল ৯টা থেকে টিকেট বিক্রির কার্যক্রম শুরু হয়। ঈদে ঘরমুখো যাত্রীদের নির্বিঘেœ যাতায়াতের জন্য বাংলাদেশ রেলওয়ে সবধরনের প্র¯‘তি গ্রহণ করেছে। চলমান ট্রেনগুলোর সঙ্গে রেলওয়ে কারখানায় মেরামত ও সংস্কার করে ১৩৮টি যাত্রিবাহী কোচ বিভিন্ন ট্রেনে অতিরিক্ত বগি হিসেবে সংযোজন করা হবে। এ ছাড়া ২৫টি রেলইঞ্জিন মেরামত করে সরবরাহ করা হবে। টিকেট কালোবাজারি রোধে বাংলাদেশ রেলওয়ে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করেছে। আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানো হয়েছে।